চলো পাল্টাই

২০১১ সালের হরনাথ চক্রবর্তীর চলচিত্র

চলো পাল্টাই (ইংরেজি: Let's Change) হল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ৷ এই চলচ্চিত্রে বর্তমান সমাজব্যবস্থা , শিক্ষাব্যবস্থা ও সমস্যাসমূহ খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ৷ এই চলচ্চিত্রের পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ এতে প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , আরিয়ান ভৌমিক, তাথৈ দেব অভিনয় করেছেন ৷ এটি একটি সামাজিক সমস্যামূলক চলচ্চিত্র ৷ এটি একটি তামিল চলচ্চিত্রের পূনঃনির্মাণ ৷ [১]

চলো পাল্টাই
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহরনাথ চক্রবর্তী
প্রযোজকমহেন্দ্র সোনি
শ্রীকান্ত মোহতা
চিত্রনাট্যকারএন.কে.সলিল
শ্রেষ্ঠাংশেপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আরিয়ান ভৌমিক
তাথৈ দেব
সুরকারঅনুপম রায়
চিত্রগ্রাহকসৌমিক হালদার
সম্পাদকরবিরঞ্জন মৈত্র
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১ মার্চ ২০১১ (2011-03-01) (কোলকাতা)
দেশভারত
ভাষাবাংলা

একজন পিতা সুবহময় (প্রসেনজিৎ চ্যাটার্জী) তাঁর দুই সন্তান- গৌরব (আর্যান ভৌমিক) এবং মুন্নি (তঠোই দেব) -এর সাথে থাকেন। পড়াশুনায় দুর্বল হওয়া সত্ত্বেও গৌরব ক্রিকেটকে আবেগ হিসাবে ভালবাসেন এবং সে ক্রিকেটে অত্যন্ত প্রতিভাবান। গৌরব ভবিষ্যতে একজন ক্রিকেটার হতে চায়, তার ফলস্বরূপ কেবল তার পিতা তার স্বপ্নের বিরোধিতা করে, যার ইচ্ছা তাঁর পুত্রকে (ইঞ্জিনিয়ার বা ডাক্তার)হতে হবে । গৌরব স্কুল পরীক্ষায় ফেইল করেছিল এবং ফলস্বরূপ, তার অধ্যক্ষ তাকে মাধ্যমিকের জন্য বসতে দেয়নি। এতে হৃদয়বিষ্ট হয়ে সুবহময় প্রিন্সিপালকে অনুরোধ করেছিলেন তাকে পাঁচ দিনের সময় দেওয়ার জন্য, এই সময়ে গৌরব পড়াশুনায় উন্নতি করবে এবং ভালো ফলাফল উপস্থাপন করবে। তবে বিষয়গুলি একই থাকে গৌরবের কোন উন্নতি হয়না ।

একদিন গৌরব ও সুভহময়ের মধ্যে পড়াশোনা নিয়ে তর্ক হয় এবং ক্রোধে সুভহময় গৌরবকে আঘাত করেন,গৌরব গুরুতর আঘাত পায়। গৌরব অজ্ঞান হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানায় গৌরব কোমায় চলে গেছে ,সুভহময় এই ঘটনায় গভীরভাবে আহত হন। সুবহময় তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং সেই শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন ,যে শিক্ষাব্যবস্থা শিশুদের মনে চাপ সৃষ্টি করে এবং তাদের শৈশব উপভোগ করার জন্য প্রয়োজনীয় সমস্ত স্বাধীনতা কেড়ে নেয়। তিনি টিভিতে তার যুক্তি বর্ণনা করেন এবং শীঘ্রই এটি হাজার হাজার সাধারণ মানুষের কাছে পৌছে যায় । কিন্তু সরকারী কর্তৃপক্ষ তা কোনও নজরে নেয়নি। অতএব, সুবহময় সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পরিকল্পনা এনেছিলেন।

ফিল্মের দ্বিতীয় অংশ গৌরব কোমাতে থাকার মাধ্যমে শুরু হয় এবং সুবহময় হঠাৎ ক্রিকেট বিদ্বেষীর পরিবর্তে ক্রিকেট প্রেমী হয়ে ওঠেন। টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া , পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া তাকে রাতারাতি আইকন করে তোলে! তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সিস্টেমটি পরিবর্তন করতে সক্ষম হন, তার ছেলেও একটি অপারেশনের পরে অলৌকিকভাবে কোমা থেকে বেরিয়ে আসে, গৌরব ক্রিকেট আবার শুরু করে এবং অনেক ভালো পারফর্মেন্স করে ।

অভিনয়ে সম্পাদনা

সংগীত সম্পাদনা

এই চলচ্চিত্রের সব গান অনুপম রায় রচনা করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chalo Paltai (2011)"Gomolo। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩