চন্দ্রিমা বাংলাদেশের রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন।

চন্দ্রিমা
মেট্রোপলিটন থানা
চন্দ্রিমা থানা
চন্দ্রিমা বাংলাদেশ-এ অবস্থিত
চন্দ্রিমা
চন্দ্রিমা
বাংলাদেশে চন্দ্রিমা থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৩′১৮″ উত্তর ৮৮°৩৬′৫৮″ পূর্ব / ২৪.৩৮৮২২৭৯° উত্তর ৮৮.৬১৬০৩৫৯° পূর্ব / 24.3882279; 88.6160359
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
শহররাজশাহী
প্রতিষ্ঠাকাল১ মার্চ, ২০১৮
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬২০১

প্রতিষ্ঠাকাল

সম্পাদনা

২০১৮ সালের ১ মার্চ চন্দ্রিমা থানা গঠিত হয়।[১]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

চন্দ্রিমা থানার আওতাধীন রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[২]

ওয়ার্ড (রাসিক)/ইউনিয়ন মৌজার নাম এলাকা/মহল্লার নাম
১৫নং ওয়ার্ড

(রাজশাহী সিটি কর্পোরেশন)

সপুরা জেলা স্টেডিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট
১৮নং ওয়ার্ড

(রাজশাহী সিটি কর্পোরেশন)

ছোট বনগ্রাম আসাম কলোনী, পাওয়ার হাউজ মোড়, শালবাগান
১৯নং ওয়ার্ড

(রাজশাহী সিটি কর্পোরেশন)

শিরইল শিরইল কলোনী, বিহারী কলোনী, হাজরা পুকুর
ছোট বনগ্রাম ছোট বনগ্রাম, শালবাগান
২৬নং ওয়ার্ড

(রাজশাহী সিটি কর্পোরেশন)

ভদ্রা নামো ভদ্রা, পদ্মা আবাসিক, চন্দ্রিমা আবাসিক
জামালপুর জামালপুর
মেহেরচণ্ডী মেহেরচণ্ডী, মেহেরচণ্ডী পূর্বপাড়া, মেহেরচণ্ডী উত্তরপাড়া, মেহেরচণ্ডী মধ্যপাড়া, কৃষি অনুষদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়), চারুকলা অনুষদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মেহেরচণ্ডী থাণ্ডার মোড়, চকপাড়া, মেহেরচণ্ডী দীঘিরপাড়, কড়ইতলা
৮নং পারিলা ইউনিয়ন

(পবা উপজেলা)

পোড়াপুকুর পোড়াপুকুর (আংশিক)
কালুসের কালুসের
পান্তাপাড়া পান্তাপাড়া
বালানগর বালানগর
কেচুয়াতৈল কেচুয়াতৈল
মুশরইল মুশরইল
নারিকেলবাড়িয়া নারিকেলবাড়িয়া
খড়খড়ি খড়খড়ি (আংশিক)
ললিতাহার ললিতাহার (আংশিক)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাজশাহী নগর পুলিশের নতুন ৮ থানার কার্যক্রম শুরু ১ মার্চ"banglanews24.com। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪ 
  2. "রাজশাহী মেট্রোপলিটন পুলিশ"rmp.gov.bd। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা