চন্দ্রিকা হল ভেষজ সাবানের একটি ব্র্যান্ড, যা ভারতের এসভি প্রোডাক্টস দ্বারা উৎপাদিত ও বাজারে বিক্রিত হয়। ১৯৪০ সালে পণ্যটি প্রথম উৎপাদন শুরু হয়েছিল। যদিও এই ভেষজ সাবান তৈরির ধারণা এবং সেই চিন্তা থেকে কোম্পানিটি প্রতিষ্ঠা করে সিআর কেশভান বৈদ্য, এটি এখন বেঙ্গালুরু-সদর দফতর উইপ্রোর মালিকানাধীন। চন্দ্রিকার বিপণন অধিকার কেরালা- ভিত্তিক এসভি প্রোডাক্টস থেকে উইপ্রো কনজিউমার কেয়ার অ্যান্ড লাইটিং দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। [১]

কোম্পানির মতে, চন্দ্রিকা সাবানের উপাদানগুলি হল নারকেল তেল, কস্টিক সোডা (উচ্চ শতাংশে), বুনো আদা, চুনের খোসার তেল, হাইডনোকার্পাস তেল, কমলার তেল এবং চন্দন তেল। প্রতিটির একটি নির্দিষ্ট ঔষধি মূল্য আছে বলে দাবি করা হয়।

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Wipro buys lease rights of Chandrika soap"Business Standard। Business Standard। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২