চতুর্ভুজ শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

চতুর্ভুজ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের দ্বাদশ রাজা ছিলেন।

চতুর্ভুজ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৪৪৫-৪৯০
পূর্বসূরিঅনন্ত শেখর
উত্তরসূরিরাঘবেন্দ্র শেখর
বংশধররাঘবেন্দ্র শেখর
লক্ষ্মণ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাঅনন্ত শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

চতুর্ভুজ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের একাদশ রাজা অনন্ত শেখরের পুত্র ছিলেন। তিনি ৪৪৫ খ্রিষ্টাব্দ হতে ৪৯০ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। রাঘবেন্দ্র শেখর ও লক্ষ্মণ শেখর নামক তার দুই পুত্র ছিল।[১]:৩২

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
চতুর্ভুজ শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
অনন্ত শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৪৪৫-৪৯০
উত্তরসূরী
রাঘবেন্দ্র শেখর