চগ্রেস জাতীয় উদ্যান

চগ্রেস জাতীয় উদ্যান (স্পেনীয়: Chagres National Park) পানামা প্রদেশকোলনের মাঝামাঝি এলাকায় অবস্থিত পানামার জাতীয় উদ্যানপানামা খালের উত্তরাংশে অবস্থিত এ উদ্যানটির সর্বমোট আয়তন ১,২৯,০০০ হেক্টর বা ৩,২০,০০০ একর।

চগ্রেস জাতীয় উদ্যান
পানামায় চগ্রেস জাতীয় উদ্যান (শীর্ষ-মধ্যবিন্দু)
অবস্থানপানামা প্রদেশ, পানামা
স্থানাঙ্ক৯°২৪′ উত্তর ৭৯°৩০′ পশ্চিম / ৯.৪° উত্তর ৭৯.৫° পশ্চিম / 9.4; -79.5
আয়তন১,২৯,০০০ হেক্টর (৩,২০,০০০ একর)
স্থাপিত১৯৮৫
চগ্রেস জাতীয় উদ্যান ফাউন্ডেশন

উদ্দেশ্যাবলী

সম্পাদনা

এ উদ্যানে ক্রান্তীয় অঞ্চলের উপযোগী বৃষ্টিবহুল বন বিদ্যমান ও একগুচ্ছ নদী এর চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পানামা খালের প্রধান হ্রদ গাতুন হ্রদের মাধ্যমে প্রবাহিত হবার ফলে চগ্রেস নদীগাতুন নদী দিয়ে স্বাভাবিক জলপ্রবাহ বিরাজমান থাকে। ১৯৮৫ সালে উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়।[] এর প্রধান উদ্দেশ্য ছিল প্রাকৃতিক বনাঞ্চলকে সংরক্ষণ করা যাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ও পানামা খালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যাতে বিঘ্নের পরিবেশ সৃষ্টি না হয়। পানামা খালের কার্যক্রম পরিচালনায় সর্বদাই উচ্চস্তরের জলপ্রবাহ নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

তথ্যসূত্র

সম্পাদনা