চকোরী (উর্দু: چکوری‎‎) পাকিস্তানি উর্দু চলচ্চিত্র। ছবিটি ২৩ মার্চ, ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন ক্যাপ্টেন এহতেশাম। [১] এই ছবিতে নাদিম বেগ এবং শাবানা অভিনয় শুরু করেন। চলচ্চিত্রটি টানা ৮১ সপ্তাহ ধরে চলে এবং হিরক জয়ন্তী চলচ্চিত্রে পরিনত হয়।

চকোরী
চকোরী চলচ্চিত্র.jpg
চকোরি ছবিতে নাদিম বেগ এবং শাবানা
পরিচালকক্যাপ্টেন এহতেশাম
প্রযোজকফজল দোসসানি এনং মুস্তাফিজ
চিত্রনাট্যকারজয়নাল আবেদীন
শ্রেষ্ঠাংশেনাদিম বেগ
শাবানা
মির্জা শাহি
সুরকাররবিন ঘোষ
মুক্তি২৩ মার্চ, ১৯৬৭
দেশপূর্ব পাকিস্তান
ভাষাউর্দু

সঙ্গীতসম্পাদনা

রবিন ঘোষ সেরা সঙ্গীত পরিচালক হিসাবে নিগার পুরস্কার পান।

গানসম্পাদনা

 
চকোরী চলচ্চিত্রের একটি দৃশ্যে শাবানা ও নাদিম

নিগার পুরস্কারসম্পাদনা

পুরস্কার গ্রহীতা
সেরা চলচ্চিত্র প্রযোজক: মুস্তাফিজ
সেরা পরিচালক এহতেশাম
শ্রেষ্ঠ চিত্রনাট্য আতা উর রেহমান
সেরা অভিনয় নাদিম বেগ
সেরা সঙ্গীত পরিচালক রবিন ঘোষ
কণ্ঠশিল্পী (পুরুষ) মুজীব আলম (গান: "ওহ মেরে সামনে তাসবির"

তথ্যসূত্রসম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগসম্পাদনা