গ্রাগ্স-পা'-ওদ-জের
গ্রাগ্স-পা'-ওদ-জের (ওয়াইলি: grags pa 'od zer) (১৬০৭-১৬৪১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম ল্চাং-স্ক্যা হো-থোগ-থু উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: dgon lung byams pa gling) ষষ্ঠ প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাগ্রাগ্স-পা'-ওদ-জের ১৬০৭ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ল্চাং-স্ক্যা (ওয়াইলি: lcang skya) নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: dgon lung byams pa gling) শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন এবং বিহারের প্রতিষ্ঠাতা দাম-ছোস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dam chos rgya mtsho) নামক ঐ বিহারের প্রথম প্রধানের নিকট শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে এবং ঙ্গাম-রিং (ওয়াইলি: ngam ring) বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। ১৬৩০ খ্রিষ্টাব্দে তিনি দ্গোন-লুং-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: dgon lung byams pa gling) ষষ্ঠ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন বছর এই পদে থাকেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dorje, Sonam (মার্চ ২০১৩)। "The First Changkya, Drakpa Ozer"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৯।
পূর্বসূরী --- |
গ্রাগ্স-পা'-ওদ-জের প্রথম ল্চাং-স্ক্যা হো-থোগ-থু |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ছোস-ল্দান |