গ্নোম শেল
গ্নোম ডেস্কটপ পরিবেশের ৩য় সংস্করণের থেকে এটির গ্রাফিক্যাল শেল
গ্নোম শেল (ইংরেজি: Gnome Shell) গ্নোম ডেস্কটপ পরিবেশের ৩য় সংস্করণের থেকে এটির গ্রাফিক্যাল শেল।বেসিক কার্যাবলী যেমন—এপ্লিকেশন লঞ্চ করা, উইন্ডো স্থানান্তর রয়েছে এতে, এবং একই সাথে এটি একটি উইজেট ইঞ্জিন। গ্নোম শেল গ্নোম ২-এর কিছু আনুষঙ্গিক উপাদান ও গ্নোম প্যানেলকে প্রতিস্থাপিত করেছে।
![]() গ্নোম শেল ৩?২৪ | |
উন্নয়নকারী | দ্য গ্নোম প্রজেক্ট |
---|---|
প্রাথমিক সংস্করণ | ৬ এপ্রিল ২০১১ |
রিপজিটরি | https://git.gnome.org/browse/gnome-shell |
যে ভাষায় লিখিত | জাভাস্ক্রিপ্ট ও সি[১] |
অপারেটিং সিস্টেম | ইউনিক্স-সদৃশ |
উপলব্ধ | ৭৫ টিটি ভাষায়[২] |
ধরন | |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স |
ওয়েবসাইট | wiki |
মাটারের একটি প্লাগ-ইন হিসেবে গ্নোম শেল সি ও জাভাস্ক্রিপ্টে লেখা হয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑
"গ্নোম/গ্নোম-শেল"।
JavaScript: 52.9%; C: 43.3%.
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Languages
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি