ফুটবল খেলায় বল গোলে মারা বা লক্ষ্যভেদ প্রচেষ্টা বলতে গোল করার তথা লক্ষ্যভেদ করার প্রচেষ্টায় সাধারণত পা বা মাথা দিয়ে আঘাত করে বলকে প্রতিপক্ষ দলের গোলের দিকে প্রেরণ করাকে বোঝায়।[১] যখন বলটি প্রতিপক্ষের গোলরেখা অতিক্রম করে গোলে প্রবেশ করে কিংবা গোলরক্ষক বা রক্ষণভাগের খেলোয়াড় বাধা না দিলে গোলে প্রবেশ করতে পারত, এমন হয়, তাহলে সেটিকে "লক্ষ্যভেদী মার" (shot on target বা shot on goal) বলে। [২] নতুবা সেটিকে "লক্ষ্যচ্যুত মার" (shot off target) বলে।

স্টিভেন জেরার্ড লিভারপুল ফুটবল ক্লাবের পক্ষে গোলে বল মারছেন।
ডেনীয় ক্লাব খেলোয়াড় নিক্লাস ইয়েনসেন কোপেনহেগেন ফুটবল ক্লাবের হয়ে গোলে বল মারছেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; The Soccer Shooting Guide নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "Shot on goal"Dictionary.com। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২০