গোলাম রাব্বানী হেলাল

বাংলাদেশী ফুটবল খেলোয়াড় ও সংগঠক

গোলাম রাব্বানী হেলাল (অজানা–৩০ মে ২০২০; গোলাম রাব্বানী নামে সুপরিচিত) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় এবং সংগঠক ছিলেন। হেলাল তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের খেলেছিলেন।

গোলাম রাব্বানী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গোলাম রাব্বানী হেলাল
জন্ম স্থান বাংলাদেশ
মৃত্যু ৩০ মে ২০২০(২০২০-০৫-৩০)
মৃত্যুর স্থান ঢাকা, বাংলাদেশ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭৫–১৯৮৮ ঢাকা আবাহনী
বিজেএমসি
জাতীয় দল
১৯৭৯–১৯৮৫ বাংলাদেশ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৭৫–৭৬ মৌসুমে, বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ১৩ মৌসুম অতিবাহিত করেছিলেন। সর্বশেষ তিনি ঢাকা আবাহনী হতে বিজেএমসিতে যোগদান করেছিলেন; বিজেএমসির হয়ে কয়েক মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন। ১৯৭৯ সালে, হেলাল বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

১৯৭৯ সালে, হেলাল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। প্রায় ৬ বছর যাবত খেলার পর ১৯৮৫ সালে, হেলাল বাংলাদেশের তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন।

অবসর সম্পাদনা

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর তিনি ঢাকা আবাহনীর পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।[১] ২০০৮ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে সামশুল হক চৌধুরী তার প্রার্থীতাকে আদালতে চ্যালেঞ্জ করেন। আদালত অভিযোগগুলি খারিজ করে দিয়ে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ পরিষ্কার করে দিয়েছিল।[২] ২০০৮ সালের ১০ই জুলাই তারিখে তাকে ঢাকা মেট্রোপলিস লীগ কমিটির সদস্য করা হয়েছিল।[৩] ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্যের দায়িত্বে ছিলেন।[৪] ২০১১ সালের ১১ই ডিসেম্বর তারিখে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটি থেকে পদত্যাগ করেছিলেন।[৫] ২০১২ সালে, তার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে ক্ষমতাসীন কাজী সালাউদ্দিনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছিলেন।[৬]

গ্রেপ্তার সম্পাদনা

১৯৮২ সালে ঢাকা আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানের খেলোয়াড়দের সাথে ম্যাচ চলাকালীন ঝগড়ায় জড়িয়ে পড়ায় হেলালকে গ্রেপ্তার করা হয়েছিল। তার সাথে আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু এবং কাজী সালাউদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছিল।[৭]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

গোলাম রাব্বানী হেলাল বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। ২০২০ সালের ৩০শে মে তারিখে, বাংলাদেশের ঢাকার স্কয়ার হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।[১][৮] তার মৃত্যুর পর তাকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়েছে।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Former national footballer Golam Rabbani dies at the age of 67"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  2. "Salahuddin cleared"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৪-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  3. "BFF names seven sub-committees"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  4. "Adieu Golam Rabbani Helal"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  5. "Helal quits NTMC"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-১২-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  6. "Who will take control of football's downward spiral?"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  7. "Former national footballer Helal passes away"Dhaka Tribune। ২০২০-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  8. Ashraf, Galib। "Ex-national footballer Golam Rabbani no more"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  9. "Former footballer Golam Rabbani Helal dies"en.somoynews.tv (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮