গোলাম মোস্তফা ভাট

ভারতীয় রাজনীতিবিদ

গোলাম মোস্তফা ভাট (হিন্দি: ग़ुलाम मुस्तफ़ा भट) জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সিনিয়র নেতা এবং শ্রীনগর পৌর কর্পোরেশনের মেয়র ছিলেন। তিনি দুই বছরের জন্য এসএমসির মেয়র ছিলেন এবং জম্মু ও কাশ্মীর রাজ্য সরকারের ডেপুটি অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। [১][২][৩][৪]

২০০৫ সালে ৫০ বছর বয়সে তিনি শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে মারা যান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Senior NC leader Ghulam Mustafa Bhat passes away"hindustantimes.com। Hindustan Times। 
  2. "Senior NC leader Ghulam Mustafa Bhat passes away"indianexpress.com। Indian Express। 
  3. "Bhat re-elected Mayor"The Tribune। The Tribune Trust। ৩০ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৪ 
  4. "Ghulam Mustafa Bhat elected first mayor of Srinagar"rediff.com। Rerediff.com।