গোলাঘর বা খারঘর(ইংরেজী ভাষা:Golaghar or Kharghar) হচ্ছে শিবসাগর শহরের ভিতর থাকা অন্যান্য পুরানো কীর্তিচিহ্নসমূহের ভিতর একটা উল্লেখযোগ্য ইটার ঘর।[১] এখানে রাজবাড়ির গোলা-বারুদ, অস্ত্র-শস্ত্র, বন্দুক-বরটোপ ইত্যাদি মজুত করে রাখা হত। স্বর্গদেও চক্রধ্বজ সিংহের (১৬৬৩-১৬৬৯) রাজত্বকালে এই ঘরটি নির্মাণ করা হয়েছিল।[২][৩][১] এই খারঘরটি এখনও অক্ষত অবস্থাতেই আছে।

গোলাঘর
অবস্থানশিবসাগর, অসম, ভারত
নির্মিত১৭০৪ সাল

গোলাঘর আসামে অবস্থিত জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নসমূহের ভিতর অন্যতম। ভারত সরকারের পুরাতাত্ত্বিক বিভাগ এর দেখাশুনা করে।

স্থাপত্য অনুসারে গোলাঘর আয়তাকার ছোট ঘর। পোড়ামাটির ইট দ্বারা নির্মিত গোলাঘরের চাল দুতরফা। গোলাঘরের দৈর্ঘ্য ২২.৮ মিটার এবং প্ৰস্থ ১১.৭ মিটার। বেড়ার প্ৰস্থ ২.১৫ মিটার। এখানে বাতাস চলাচলের জন্য বহু ঘূর্ণনশীল বড়ো বর্গাকার ফুটো আছে।[২]

 
গোলাঘর

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্ৰেম গগৈ (২০০৭)। শিবসাগর (বুরঞ্জীর টোকা)। শিবসাগর, অসম: কলঞ্চু প্ৰকাশন, শিবসাগর। পৃষ্ঠা ১৩। 
  2. "Weapons display at Ahom-era Golaghar"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৪ 
  3. "Gola Ghar, Sivasagar - Abhijna e-Museum"Abhijna e-Museum (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১৯। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৪ 

টেমপ্লেট:Assam stub