গোলাকার আয়নায় স্থির জীবন
গোলাকার আয়নায় স্থির জীবন (ইংরেজি: Still Life with Spherical Mirror) লিথোগ্রাফে মুদ্রিত ওলন্দাজ চিত্রকর মাউরিৎস কোর্নেলিস এশ্যরের চিত্রকর্ম। ১৯৩৪ সালের নভেম্বরে চিত্রকর্মটি প্রথম মুদ্রিত হয়েছিল।[১] চিত্রকর্মে অন্ধকার পটভূমিতে একটি বই ও পত্রিকার উপরে গোলাকৃতির বোতল এবং মানুষের মাথা যুক্ত পাখির ধাতব মূর্তি অঙ্কিত হয়েছে। বোতলে এশ্যরের স্টুডিও'র প্রতিচ্ছবি অঙ্কিত এবং এশ্যর নিজে চিত্রটি অঙ্কন করছেন।[২]
গোলাকার আয়নায় স্থির জীবন | |
---|---|
![]() | |
শিল্পী | মাউরিৎস কোর্নেলিস এশ্যর |
বছর | নভেম্বর, ১৯৩৪ |
ধরন | লিথোগ্রাফ |
আয়তন | ২৮.৬ সেন্টিমিটার × ৩২.৬ সেন্টিমিটার (১১.৩ ইঞ্চি × ১২.৮ ইঞ্চি) |
বৈশিষ্ট্য
সম্পাদনাএশ্যরের প্রাথমিক অঙ্কন ও ১৯৫০-এর দশকের শেষভাগ পর্যন্ত মুদ্রনকর্মে প্রতিবিম্বিত উত্তল পৃষ্ঠে স্ব-প্রতিকৃতি দেখা যায়, এই চিত্রকর্মটি ছিল এশ্যরের এধরনের প্রাথমিক মুদ্রণকর্ম। মানব মাথা যুক্ত পাখির ধাতব মূর্তিটি ছিল বাস্তবে এশ্যরের সংগ্রহে ছিল। পাখির ভাস্কর্যটি এশ্যরের শ্বশুর উপহার দিয়েছিলেন। এই মানব-পাখির ভাস্কর্যটি পরবর্তীতে এশ্যরের ১৯৪৭ সালের অন্য ভূবন গ্যালারী এবং ১৯৪৭ সালের অন্য ভূবন চিত্রকর্মে দেখা যায়।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Lithograph"। M.C. Escher - The Official Website (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪।
- ↑ ক খ লোশার ২০০০।
গ্রন্থসূত্র
- লোশার, জে এল (২০০০)। The Magic of M. C. Escher। হ্যারি এন আব্রাহাম ইঙ্ক। আইএসবিএন 0-8109-6720-0।