গোমাল নদী
গোমাল নদী (উর্দু: دریائے گومل, পশতু: ګومل سیند، ګومل دریاب, সংস্কৃত: गोमती) ৪০০ কিলোমিটার দীর্ঘ একটি নদী যা আফগানিস্তান ও পাকিস্তানের ওপর দিয়ে বয়ে গেছে।
গোমাল | |
---|---|
দেশ | আফগানিস্তান এবং পাকিস্তান |
প্রদেশ | পাক্তিকা প্রদেশ, বালুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | কাটাওয়াজ অঞ্চল, গোমাল জেলা, পাক্তিকা প্রদেশ, আফগানিস্তান ৩২°৩০′১১″ উত্তর ৬৮°৫৪′০৫″ পূর্ব / ৩২.৫০২৯৭৪° উত্তর ৬৮.৯০১২৯৪° পূর্ব |
মোহনা | সিন্দু নদ ডেরা ইসমাঈল খান, ডেরা ইসমাঈল খান জেলা, খাইবার পাখতুনখাওয়া, পাকিস্তান ৩১°৩৬′৫৩″ উত্তর ৭০°৫০′৪৬″ পূর্ব / ৩১.৬১৪৭২° উত্তর ৭০.৮৪৬১১° পূর্ব |
উপনদী |
|
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ৪০০ কিমি (২৫০ মা) |
রামায়ণে (২.৪৯.১১) গোমাল নদীর উল্লেখ পাওয়া গেছে। ডেরা ইসমাঈল খান এলাকায় গোমাল বিশ্ববিদ্যালয়ের নাম গোমাল নদী থেকে নেওয়া হয়েছে। এছাড়া আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের গোমাল জেলার নাম ও গোমাল নদীর নাম একই।
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
গ্রন্থপঞ্জিসম্পাদনা
- Hanifi, Shah Mahmoud, "Gōmal", Encyclopaedia Iranica
বহিঃসংযোগসম্পাদনা
- Gomal River marked on the OpenStreetMap
- https://web.archive.org/web/20071026033718/http://www.khyber.org/places/2005/TheGomalRiver.shtml