গোবিন্দচন্দ্র (চন্দ্র রাজবংশ)
গোবিন্দচন্দ্র (শাসনকাল ১০২০–১০৪৫)[১] পূর্ব বঙ্গের চন্দ্র রাজবংশের সর্বশেষ জ্ঞাত রাজা।
গোবিন্দচন্দ্র | |
---|---|
রাজত্ব | ১০২০ – ১০৪৫ |
পূর্বসূরি | লড়হচন্দ্র |
রাজবংশ | চন্দ্র |
রাজবংশ | চন্দ্র |
পিতা | লড়হচন্দ্র |
মাতা | সৌভাগ্যদেবী[১] |
ধর্ম | বৌদ্ধ[১] |
ইতিহাস
সম্পাদনাতিরুমালাই লিপি অনুসারে রাজা গোবিন্দচন্দ্রের সময়ে, ১০২১ - ১০২৪ খ্রিষ্টাব্দের মধ্যে, চন্দ্র রাজবংশ চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল কর্তৃক ব্যাপক আক্রমণের সম্মুখীন হয়। লিপিতে গোবিন্দচন্দ্রকে বাঙ্গালাদেশের গোবিন্দচন্দ্র বলে উল্লেখ করা হয়েছে।
১০৪৯ খ্রিষ্টাব্দের প্রথম দিকে কলচুরি রাজা কর্ণদেব (শাসনকাল আনু. ১০৫২ - ১০৭২) গোবিন্দচন্দ্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ধারণা করা হয়, ঐ অভিযানে গোবিন্দচন্দ্রের সাথে বাংলায় চন্দ্র রাজবংশের পতন ঘটে থাকতে পারে। তবে বাংলা লোকসঙ্গীত অনুসারে, রাজা গোবিন্দচন্দ্র রাজ্য ত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ আকসাদুল আলম (২০১২)। "গোবিন্দচন্দ্র"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
আরও পড়ুন
সম্পাদনা- Singh, Nagendra Kr. (২০০৩)। Encyclopaedia of Bangladesh। Anmol Publications Pvt Ltd। পৃষ্ঠা 7–21। আইএসবিএন 81-261-1390-1।
- Chowdhury, Abdul Momin (১৯৬৭)। Dynastic History of Bengal। Dacca: The Asiatic Society of Pakistan।
পূর্বসূরী লড়হচন্দ্র |
চন্দ্রবংশীয় রাজা ১০২০ – ১০৪৫ খ্রিষ্টাব্দ |
উত্তরসূরী জটাবর্মণ |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |