গোপালগঞ্জ জেলা সুইমিংপুল

গোপালগঞ্জ জেলা সুইমিংপুল ২০১৪ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি গোপালগঞ্জ শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্সে শিশু পার্কের বিপরীতে অবস্থিত।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[২] এবং স্থানীয় গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[৩] এটি জেলার দুইটি সুইমিংপুলের মধ্যে প্রথম, অপরটি জেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অন্তর্গত।[৩]

গোপালগঞ্জ জেলা সুইমিংপুল
২৩°০০′৪৩″ উত্তর ৮৯°৪৯′৪৪″ পূর্ব / ২৩.০১২০৩৩° উত্তর ৮৯.৮২৮৯৭২° পূর্ব / 23.012033; 89.828972
ঠিকানাশেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স,গোপালগঞ্জ
খোলাফেব্রুয়ারি ২০১৪
পরিচালনায়গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ

নির্মাণ ইতিহাস সম্পাদনা

১৯৯৬ সালে গোপালগঞ্জে একটি নতুন স্টেডিয়াম নির্মাণের প্রকল্প নেয়া হয়। সুইমিংপুলটি এই প্রকল্পের অংশ। গোপালগঞ্জ বিসিক নগরীতে ১০ একর জায়গার ওপর নির্মিত স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে ১৭ কোটি টাকা ব্যয়ে সুইমিংপুল ও ব্যায়ামাগার একত্রে নির্মাণ করা হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এটির উদ্বোধন করা হয়।[১]

উল্লেখযোগ্য আয়োজন সম্পাদনা

২০১৫ সালে বাংলাদেশের ২৭তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা এই সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল ঢাকার বাইরে অনুষ্ঠিত প্রথম জাতীয় প্রতিযোগিতা।[১] এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এখানে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অপ্রস্তুত মাঠ জলহীন সুইমিংপুল"কালের কণ্ঠ। ২০১৫-১০-০২। ২০১৭-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭ 
  2. "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭ 
  4. "গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২১-০৬-১৪। ২০২২-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭