গোধা মণ্ডল (ইংরেজি: Lacerta) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক চিহ্নিত ৮৮টি আধুনিক তারামণ্ডলের একটি। ইংরেজি শব্দ লেসার্টা লাতিন থেকে এসেছে যে ভাষায় এর অর্থ টিকটিকি। এই ছোট্ট, অনুজ্জ্বল তারামণ্ডলটির ধারণা পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ইয়োহানেস হাভেলিয়ুস ১৬৮৭ সালে প্রথম পত্তন করেছিলেন। এর উজ্জ্বলতম তারাগুলো কাশ্যপেয় মণ্ডলের মতই ইংরেজি 'W' বর্ণটির মত আকৃতি তৈরি করে, এ কারণে একে অনেক সময় "ছোট কাশ্যপেয়" বলা হয়। এর অবস্থান উত্তর খ-গোলার্ধে বক, কাশ্যপেয় ও ধ্রুবমাতা মণ্ডলের মাঝে। এর উত্তরাংশ আকাশগঙ্গার চাকতির মাঝে পড়ে।[]

Lacerta
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপLac
জেনিটিভLacertae
বিষুবাংশ২২.৫ ঘণ্টা
বিষুবলম্ব+৪৫°
আয়তন২০১ বর্গডিগ্রি (৬৮তম)
প্রধান তারা
বহির্গ্রহবিশিষ্ট তারা১২
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাα Lacertae (৩.৮m)
নিকটতম তারাEV Lacertae
(১৬.৪৭ ly, ৫.০৫ pc)
সীমান্তবর্তী তারামণ্ডলধ্রুবমাতা মণ্ডল
কাশ্যপেয় মণ্ডল
শেফালী মণ্ডল
বক মণ্ডল
পক্ষীরাজ মণ্ডল
+৯০° ও −৩৫° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
অক্টোবর মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

তথ্যসূত্র

সম্পাদনা

‌‌

  1. Constellation of the Month: Lacerta: The Lizard, লেখক: Mark Deprest, Reflections-এ ২০০১ সালের জুনে প্রকাশিত

বহিঃসংযোগ

সম্পাদনা