গেটওয়ে একাডেমী জুনিয়র কলেজ, বাইহাটা চারিআলি
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
গেটওয়ে একাডেমী জুনিয়র কলেজ বা গেটওয়ে একাডেমী কনিষ্ঠ মহাবিদ্যালয় (ইংরেজি: Gateway Academy Junior College) ভারত-এর উত্তর পূর্বাঞ্চল-এর রাজ্য আসাম-এর কামরূপ জেলার বাইহাটা চারিআলিতে অবস্থিত একটি উচ্চতর-মাধ্যমিক শ্রেণীর কলেজ। অঞ্চলটির কয়েকজন অগ্রণী শিক্ষাবিদদের উদ্যোগে ২০০৪ সালে কলা এবং বাণিজ্য শাখার অন্তর্ভুক্তিতে এই কনিষ্ঠ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০১৭ বর্ষ থেকে মহাবিদ্যালয়টিতে বিজ্ঞান শাখারও সূচনা করা হয়। আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ-এর পাঠ্যক্রমের অধীনস্থ এই মহাবিদ্যালয়টি বিভিন্ন দিকে সুনাম অর্জন করে বৃহত্তর বাইহাটা চারিআলি অঞ্চলটির মধ্যে একটি প্রথম সারির কনিষ্ঠ মহাবিদ্যালয় রূপে পরিগণিত হয়েছে।
অবস্থান এবং পরিবহণ
সম্পাদনাবাইহাটা চালিআলির উত্তর দিকের গোরেশ্বর সংযোগী পথটিতে অবস্থিত কনিষ্ঠ মহাবিদ্যালয়টির গুয়াহাটির জালুকবাড়ি থেকে দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। চারিদিকের বেজেরা, দেউদুয়ার, গোপেশ্বর, কমলপুর, রঙিয়া, বিহদিয়া, মুক্তাপুর ইত্যাদি নিকটবর্তী স্থানসমূহ থেকে মহাবিদ্যালয় পর্যন্ত টেম্পো, ম্যাজিক ইত্যাদি ছোট বাহনসমূহ নিয়মিত চলে।
শিক্ষা
সম্পাদনাউচ্চতর মাধ্যমিক
সম্পাদনা- বিজ্ঞান শাখা (বিষয়সমূহ : পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, কম্পিউটারবিজ্ঞান , অসমীয়া, ইংরেজি , বৈকল্পিক ইংরেজি)
- কলা শাখা (বিষয়সমূহ : অর্থনীতি, রাজনীতিবিজ্ঞান, দর্শন এবং যুক্তিশিক্ষা, নৃতত্ত্ব, অসমীয়া, ইংরেজি , বৈকল্পিক ইংরেজি)
- বাণিজ্য শাখা (বিষয়সমূহ : হিসাববিদ্যা, ব্যবসায় অধ্যয়ন, বেংকিং, অর্থনীতি, অসমীয়া, ইংরেজি , বৈকল্পিক ইংরেজি)
মুখপত্র
সম্পাদনামহাবিদ্যালয় থেকে বার্ষিক ভিত্তিতে প্রকাশিত হয় একটি ই-মুখপত্র গেটওবিয়ান।[১] ২০১৮ বর্ষ থেকে প্রকাশিত হওয়া এটিই আসামের মধ্যে কনিষ্ঠ মহাবিদ্যালয় থেকে স্বতন্ত্রভাবে প্রকাশিত প্রথম ই-মুখপত্র।
এই মুখপত্রটির প্রথমটি সংখ্যার সম্পাদক ছিলেন প্রিয়ম প্রীতম। এই মুখপত্রটির লিংকটি হচ্ছে http://gatewian.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://gatewian.com/%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A7%80%E0%A7%9F/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] র থেকে প্রাপ্ত। (১৫ ডিসেম্বর, ২০১৮)