আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ

সংস্থা

আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ (ইংরেজি: Assam Higher Secondary Education Council) (AHSEC) হচ্ছে আসাম সরকার-এর অধীনস্থ এক শিক্ষা পরিষদ। এই পরিষদ আসামে উচ্চতর মাধ্যমিক (১০+২) পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এই পরিষদ আসামে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষান্ত পরীক্ষা অনুষ্ঠিত করে এবং উত্তীর্ণদের প্রমাণপত্র প্রদান করে।

আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ
Logo of Assam Higher Secondary Education Council
লোগো
সংক্ষেপেAHSEC
গঠিত১ জুন ১৯৮৪; ৩৯ বছর আগে (1984-06-01)[১]
ধরনরাজ্য শিক্ষা পরিষদ
সদরদপ্তরগুয়াহাটি, ভারত
অবস্থান
দাপ্তরিক ভাষা
অসমীয়া এবং ইংরাজী
অধ্যক্ষ
এন এম হুসেন[২]
প্রধান প্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয়, আসাম সরকার
ওয়েবসাইটwww.ahsec.nic.in

ইতিহাস সম্পাদনা

আসামে উচ্চতর মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ, নিরীক্ষণ এবং বিকাশের জন্য আসাম সরকার ১৯৮৪ সালের ১ জুন তারিখে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিষ্ঠা করে।[১]

পদবী সম্পাদনা

  • অধ্যক্ষ (পূর্ণকালীন) - তিনি সংসদের মুখ্য কার্যবাহী আধিকারিক। রাজ্য সরকার অধ্যক্ষকে ৩ বছরের কার্যকালের জন্য নিযুক্তি দেন। এই নিযুক্তির মেয়াদ আরো ৩ বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়।
  • সচিব - তিনি হলেন সংসদের মুখ্য প্রশাসনিক আধিকারিক। তিনি সংসদের সাধারণ প্রশাসন, প্রতিষ্ঠান, আইনি বিষয়, হিসাব-নিকাশ, জনসংযোগ, অভিযোগ নিষ্পত্তি, নিবন্ধন এবং সম্পত্তির জন্য দায়বদ্ধ।
  • পরীক্ষা নিবন্ত্রক - তিনি পরীক্ষা প্রশাসন এবং পরীক্ষার যাবতীয় গোপনীয়তা রক্ষার জন্য দায়বদ্ধ।[২]
  • যৌথ সচিব
  • উপ সচিব
  • শিক্ষা আধিকারিক
  • সহকারী সচিব
  • আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক
  • অধীক্ষক
  • সহকারী অধীক্ষক
  • পি এ
  • ইউ ডি এ
  • এল ডি এ

কার্যালয়ের ঠিকনা সম্পাদনা

আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ
বামুণীমৈদাম, গুয়াহাটি-৭৮১০২১
টেলিফোন নং- ০৩৬১-২৫৫১৫৬৫, ফ্যাক্স-০৩৬১-২৫৫০৮৪৪
ই-মেইল- ahsec1@yahoo.com, infoahsec@nic.in[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About us"Assam Higher Secondary Education Council। Assam Higher Secondary Education Council। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪ 
  2. "Administrative Person Details"Assam Higher Secondary Education Council। Assam Higher Secondary Education Council। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪ 
  3. "Home Page, AHSEC website"। AHSEC। ১ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 

টেমপ্লেট:ভারতের বিদ্যালয় শিক্ষা