গৃহশোভা

ভারতীয় সাময়িকী

গৃহশোভা হলো ভারতীয় নারীদের উদ্দেশ্যে একটি দ্বি-সাপ্তাহিক সাময়িক পত্রিকা।[১]

গৃহশোভা
গৃহশোভার অক্টোবর ২০১৯ সংখ্যা (বাংলা)
বিভাগনারী সাময়িকী
প্রকাশনা সময়-দূরত্বদ্বি-সাপ্তাহিক
প্রকাশকদিল্লী প্রেস
প্রতিষ্ঠার বছর১৯৭৯
কোম্পানিদিল্লী প্রেস
দেশভারত
ভিত্তিনয়া দিল্লী
ভাষাআটটি ভাষা
ওয়েবসাইটগৃ্হসভা

ইতিহাস এবং পরিচিতি সম্পাদনা

গৃহশোভা ১৯৭৯ সালে দিল্লী প্রেস কর্তৃক মাসিক পত্রিকা হিসাবে শুরু হয়েছিল।[২][৩] প্রতিষ্ঠার পর থেকেই গৃহশোভা দেশের হিন্দি অঞ্চলের পাঠকদের কাছে ব্যাপক উপভোগ্যতা লাভ করে।[১] গৃহশোভারর সদর দফতর নয়াদিল্লীতে অবস্থিত।[৪] সাময়িকীটি মহিলাদের সমস্যাগুলোর দিকে নজর রাখে এবং প্রায়শই বর্ণনামূলক ছোট গল্প, ফ্যাশন, রেসিপি, পরামর্শ কলাম প্রকাশের পাশাপাশি সমাজ ও বর্তমান ঘটনাবলী নিয়ে মন্তব্য প্রদান করে। এতে ঘরের কাজ, রান্না, বুননকার্য, অভ্যন্তরীণ সজ্জা, সৌন্দর্য যত্ন, পোশাকে নকশা, শখ এবং হস্তশিল্প কাজের পাশাপাশি নারীদের সামাজিক, জাতীয় এবং সর্বজনীন বিষয়গুলি বুঝতে সহায়তা করে থাকে।

যদিও এটি প্রথমে হিন্দি ভাষায় শুরু হয়েছিল,[৩] তবে বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল এবং তেলুগু ভাষায় এর সংস্করণ রয়েছে।[৪] জুলাই এবং ডিসেম্বর ২০০০ সালের মধ্যে গৃহশোভা ৩,৩৩৩,৬৫১ কপি পত্রিকা প্রকাশ করে ভারতের দ্বিতীয় সেরা-বিক্রিত নারীদের পত্রিকার স্থান লাভ করে।[১]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chitralekha Group to launch its first women's magazine"Afaqs। ১৩ আগস্ট ২০০১। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫ 
  2. The Far East and Australasia 2003। Psychology Press। ২০০২। পৃষ্ঠা 489। আইএসবিএন 978-1-85743-133-9। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬ 
  3. Amrita Madhukalya (১৯ জুলাই ২০১৫)। "Of recipes and G-spots: On India's 'magazine era'"dna। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "About Us"Grihshobha। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা