গুরুশরণ কাউর

মনমোহন সিংয়ের পত্নী

গুরুশরণ কাউর (পাঞ্জাবি: ਗੁਰਸ਼ਰਨ ਕੌਰ) (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৩৭) ছিলেন ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী।[১]

গুরুশরণ কাউর
ਗੁਰਸ਼ਰਨ ਕੌਰ
২০০৯ সালে গুরুশরণ কাউর
ভারতীয় প্রধানমন্ত্রীর দাম্পত্যসঙ্গী
কাজের মেয়াদ
২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪
পূর্বসূরীশিলা গুজরাল
উত্তরসূরীযশোদাবেন মোদি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1937-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৩৭ (বয়স ৮৬)
চাকওয়াল, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
(বর্তমান পাঞ্জাব, পাকিস্তান)
রাজনৈতিক দলস্বতন্ত্র
দাম্পত্য সঙ্গীমনমোহন সিং
সন্তান
ধর্মশিখ

জীবনী সম্পাদনা

গুরুশরণ জন্মেছিলেন ১৯৩৭ সালে। তার বাবার নাম চত্বর সিং গুজরাল ও মায়ের নাম ভগবন্তী কাউর। তার বাবা ছিলেন বার্মা-শেলের একজন প্রকৌশলী। গুরুশরণরা ছয় ভাইবোন ছিলেন।

গুরুশরণ দিল্লির শিখ সম্পরদায়ের মাঝে কীর্তন গাওয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি জলন্ধর রেডিওতে কীর্তন পরিবেশন করেছেন।[২]

২০০৪ সালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি তার সাথে বিদেশ সফর করেছেন। তিনি প্রচারের আলোয় নিজেকে কখনো আনেন নি।

তাদের তিন কন্যা উপিন্দর কাউর, দমন কাউর ও অমৃত কাউর প্রত্যেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।[৩] উপিন্দর কাউর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তিনি ছয়টি বই রচনা করেছেন।[৪] দমন সিং দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ ও গুজরাটের ইন্সটিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট থেকে স্নাতক করেছেন। তিনি নাইন বাই নাইনদ্য লাস্ট ফ্রন্টিয়ার: পিপল অ্যান্ড ফরেস্ট ইন মিজোরাম গ্রন্থের প্রণেতা।[৫] তাদের আরেক কন্যা অমৃত সিং একজন আইনজীবী। তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সাথে যুক্ত আছেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Prime Minister Manmohan Singh - PMO Profile"। Prime Minister’s Office, India। ২৭ মে ২০১৪। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪ 
  2. "First Lady for all seasons"। ১০ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯ 
  3. "Dr. Manmohan Singh: Personal Profile"। Prime Minister's Office, Government of India। ৩ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০০৯ 
  4. Raote, Rrishi (২০০৮-১০-১০)। "This Singh is King of History"Business Standard। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৪ 
  5. "Meet Dr. Singh's daughter"। Rediff.com। ২০০৯-০১-২৮। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৪ 
  6. Rajghatta, Chidanand (২০০৭-১২-২১)। "PM's daughter puts White House in the dock"ToI। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৩