গুয়াহাটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

গুয়াহাটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এই উৎসব রাজ্য সরকারের অধীনস্থ জ্যোতি চিত্রবন (ফিল্ম স্টুডিও') এবং ড° ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারী চলচ্চিত্র এবং টেলিভিশন প্রতিষ্ঠান-এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত করা হয়। প্রথম শিশু চলচ্চিত্র উৎসব ২০১৯ সাল ১৯ জানুয়ারি তারিখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল নিজে উদ্বোধন করেছিলেন।[১] আসাম সরকার-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই উৎসবের শুরু নীল মাধব পাণ্ডার হালকা প্রদর্শনের মাধ্যমে হয়েছিল।

গুয়াহাটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
Guwahati International Children Film Festival
আরম্ভ১৯ জানুয়ারি
সমাপ্তি২১ জানুয়ারি
পুনরাবৃত্তিবার্ষিক
অবস্থান (সমূহ)পাঞ্জাবাড়ি, গুয়াহাটি, আসাম
প্রবর্তিতজানুয়ারি, ২০১৯
অংশগ্রহণকারী৩ দিন : ২৩টি দেশ : ৫০টি ছায়াছবি
(প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, ২০১৯)
ওয়েবসাইট
gicff.in

প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব সম্পাদনা

প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৯ সাল ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই উৎসব উদ্বোধন করেছিলেন। এই উৎসবের উদ্বোধনী ছবি ছিল নীল মাধব পাণ্ডার হালকা। এখানে তিন দিনে ২৩টি দেশের ৫০টি ছবি প্রদর্শিত হয়। সাথে দৃষ্টিহীনদের জন্য বিশেষভাবে সন্তোষ শিবণের হ্যালো প্রদর্শিত হয়। ২১ জানুয়ারির সন্ধ্যে প্রধান চলচ্চিত্র রূপে প্রদর্শিত হয় উৎপল বরপূজারীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ঈশু। এই চলচ্চিত্রসমূহ উপগ্রহর মাধ্যমে ধুবুরী, শদিয়া, শিলচর, চরাইদেউ, ধেমাজি এবং বঙাইগাঁওতেও সম্প্রচারণ করার ব্যবস্থা করা হয়েছিল।[২]

তথ্যসূত্র সম্পাদনা