গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা

গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একটি স্বনামধন্য ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। ১৯৪৫ সালে হযরত মাওলানা শাহ্ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দেদী খুলনবী রহঃ এর হাত ধরে প্রতিষ্ঠানটির প্রাথমিক যাত্রা শুরু হয়। পরে ১৯৫৭ সালের ২৮ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় এবং সরকারি স্বীকৃতি লাভ করে।

গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা
লাতিন: Gunakorkathi Khairia Azizia Kamil Madrasah
ধরনকামিল মাদ্রাসা
স্থাপিত১৯৫৭; ৬৭ বছর আগে (1957)
প্রতিষ্ঠাতাশাহ্ আব্দুল আজিজ খুলনবী
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬–২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬–বর্তমান)
অধ্যক্ষমাওলানা মোঃ নুরুল ইসলাম
অবস্থান
২২°৩৭′৩৭″ উত্তর ৮৯°০৯′২৭″ পূর্ব / ২২.৬২৬৯৫৫৪° উত্তর ৮৯.১৫৭৪৯৪৭° পূর্ব / 22.6269554; 89.1574947
ওয়েবসাইট118581.ebmeb.gov.bd
মানচিত্র

অবস্থান সম্পাদনা

গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে অবস্থিত।[১]

ইতিহাস সম্পাদনা

মাওলানা শাহ্ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দেদী খুলনবী রহঃ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ১৯৪৫ সালে ছালেমপুর (গুনাকরকাটি) গ্রামে "দরসে নেজামী" নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সেখানে তিনি নিজেই উর্দু, ফার্সী, নাহু, ছরফ, আদব, মানতিক, ফিকাহ, উসূলে ফিকাহ ও ইলমে কেরাত সহ কুরআন ও হাদিসের শিক্ষা দান করতেন। তার সেই দরস কে সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আগেই তিনি ১৯৫৬ সালে ইন্তিকাল করেন। পরে তারই ছেলে মাওলানা আব্দুর রহিম নকশবন্দি মুজাদ্দেদী খুলনবী রহঃ ১৯৫৭ সালে ২৮ শে ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে “মাদরাসায়ে খায়রিয়া আজিজীয়া” নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৮৫ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়।[২]

ব্যবস্থাপনা সম্পাদনা

খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আওতায় মাদ্রাসা গভর্নিং বডির ব্যবস্থাপনায় এ মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে। বর্তমানে গভর্নিং বডির সভাপতি জনাব খাজা মোহাম্মদ মিন্নাতউল্লাহ ও সহ-সভাপতি পীরজাদা কে. এম. আছরারুল্লাহ। এছাড়া মাদ্রাসাটির বর্তমান অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম এবং উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবু তাহের।[৩]

মাদ্রাসার বৈশিষ্ট্য সম্পাদনা

  1. অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত।
  2. শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন ও অভিভাবকের দায়িত্ব পালন।
  3. মনোরম পরিবেশে ছাত্রদের থাকা খাওয়ার সু-ব্যবস্থা।
  4. সাপ্তাহিক, মাসিক ও সাময়িক পরীক্ষার মাধ্যমে লেখাপড়ার মান যাচাই করা।
  5. মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে মেধার মূল্যায়ন করা।
  6. মেধা বিকাশের জন্য ক্বেরাত, গজল (হামদ, নাতে রসুল (সাঃ), মানকাবাত শরীফ) বক্তৃতা, কবিতা আবৃতি ইত্যাদির ব্যবস্থা।
  7. রাসূল (সাল্লাল্লাহু আলাইহে অ-সাল্লাম) এর মহব্বতে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সাঃ) জাঁক জমক সহকারে পালন করা হয়।[৪]
  8. মাদ্রাসায় আলিম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগ চালু রয়েছে এবং ফাজিল শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি চালু রয়েছে।
  9. আলিম, ফাজিল এবং কামিল শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কিতাবাদি প্রদান করা হয়।
  10. মাদরাসার ছাত্র-ছাত্রীদের আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক অনুসারী হিসাবে গড়ে তোলা হয়।
 
মাদ্রাসার রমজানের তোহফা

কৃতিত্ব ও ফলাফল সম্পাদনা

প্রতিবছরই দাখিল, আলিম, ফাযিল, কামিল বোর্ড পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং উপজেলা, জেলা শ্রেষ্ঠ ফলাফল করে। এছাড়া অনেকবার মাদ্রাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে। এছাড়াও প্রতিবছর বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পুরস্কার লাভ করে।[১]

যোগাযোগ সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আশাশুনিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন"ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭ 
  2. "GUNAKOR KATHI KHAIRIA AZIZIA KAMIL MADRASAH"118581.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭ 
  3. "গভর্নিং বডি – খুলনা – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭ 
  4. "ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরায় মিলাদ মাহফিল"উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭ 
  5. "GUNAKOR KATHI KHAIRIA AZIZIA KAMIL MADRASAH"118581.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭