গুটিবাড়ী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা
গুটিবাড়ী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[২][৩]
![]() মাদ্রাসার দক্ষিণ দিকের পুরাতন দ্বিতল একাডেমিক ভবনের একাংশ | |
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৫৮ |
প্রতিষ্ঠাতা | নজমুদ্দিন সরকার |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
অধ্যক্ষ | মো সৈয়দ আলী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩২ জন |
শিক্ষার্থী | ৫০০+ জন |
ঠিকানা | গুটিবাড়ী, মিঠাপুকুর উপজেলা , , |
ইআইআইএন[১] | ১২৭৬১৪, মাদ্রাসা কোড- ১৪৩৪৩ |
ক্রীড়া | ক্রিকেট, ইসলামি সংগীত |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস সম্পাদনা
১৯৫৮ সালে মাদ্রাসাটি ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। গুটিবাড়ী গ্রামের নজমুদ্দিন সরকার প্রথম মাদ্রাসাটি নিজস্ব জমিতে স্থাপন করেন। পরে গ্রামের মোফাজ্জল হোসেন, শরফুদ্দিনসহ অনেকে মাদ্রাসাটিকে আলিয়া শিক্ষাধারায় উন্নতি করতে উদ্দোগ গ্রহণ করে। মাদ্রাসাটি ১৯৬৫ সালে দাখিল, ১৯৬৭ সালে আলিম এবং ১৯৬৯ সালে ফাযিল থোলার অনুমতি পায়। বর্তমানে মাদ্রাসাটি এমপিওভুক্ত।
ভবনের বিবরণ সম্পাদনা
মাদরাসাটি র প্রায় ১.১৯ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ৬.৭২ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। মাদরাসাটিতে ৩টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-২টি। ১টি নির্মানাধিন[৪]
অন্যান্য সম্পাদনা
- বিজ্ঞানাগার-১টি
- কম্পিউটার ল্যাব-১টি
- পাঠাগার- ১টি
- শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।[৪]
পোশাক সম্পাদনা
ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না।
সাংস্কৃতিক কর্মকান্ড সম্পাদনা
মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।
ফলাফল সম্পাদনা
সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায়[৫] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ১০০% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৬১.৫৪ জন পাশ করে।[৬]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Hossain, Kaif। "List Of All Fazil Madrasa In Bangladesh- বাংলাদেশের সকল ফাযিল মাদ্রাসার তালিকা - EduportalBD | Blog" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ ফাযিল মাদ্রাসা, গুটিবাড়ী ইসলামিয়া (২৭ জানুয়ারি ২০২২)। "গুটিবাড়ী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা"। রংপুর জেলার ওয়েব সাইট। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২।
- ↑ ফাজিল মাদ্রাসা, গুটিবাড়ী ইসলামিয়া (২৭ জানুয়ারি ২০২২)। "গুটিবাড়ী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা"। মিঠাপুকুর উপজেলার ওয়েবসাইট। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "GUTIBARI ISLAMIA FAZIL MADRASAH"। 127614.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"। iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ "GUTIBARI ISLAMIA FAZIL MADRASAH"। 127614.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।