গিজার মহা পিরামিড
গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড (ইংরেজি: Great Pyramid of Giza) গিজার গোরস্তানের তিনটি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড়। এটি বর্তমান মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত। ১৪০ মিটার (৪৬০ ফুট) উঁচু পিরামিডে তিনটি প্রধান প্রকোষ্ঠ রয়েছে। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য ৪৭ মিটার, উচ্চতায় ৮ মিটার। বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি ‘বড় শূন্যস্থানের’ সন্ধান পেয়েছেন।[১]
খুফু'র পিরামিড | |
---|---|
![]() | |
স্থানাঙ্ক | ২৯°৫৮′৪৫″ উত্তর ৩১°০৮′০৪″ পূর্ব / ২৯.৯৭৯১৭° উত্তর ৩১.১৩৪৪৪° পূর্ব |
প্রাচীন নাম | খুফু এর হরিজন |
নির্মিত | আনু. ২৫৮০-২৫৬০ বিসি (মিশরের চতুর্থ রাজবংশ) |
ধরণ | সত্য পিরামিড |
উপাদান | চুনাপাথর, গ্রানাইট |
উচ্চতা | ১৪৬.৭ মিটার (৪৮১ ফু) অথবা ২৮০ মিশরীয় রয়েল কিউবিটস ১৩৮.৮ মিটার (৪৫৫ ফু) (সমসাময়িক) |
ভিত্তি | এর দৈর্ঘ্য ২৩০.৩৪ মিটার (৭৫৬ ফু) অথবা ৪৪০ মিশরীয় রয়েল কিউবিটস |
আয়তন | ২৫,৮৩,২৮৩ ঘনমিটার (৯,১২,২৭,৭৭৮ ঘনফুট) |
ঢাল | ৫১°৫২'±২' ভবনের বিস্তারিত |
![]() | |
উচ্চতার রেকর্ড | |
বিশ্বব্যাপি সর্বোচ্চ কাঠামো ২৫৬০ বিসি থেকে ১৩১১ এডি পর্যন্ত[I] | |
পূর্ববর্তী | নিবন্ধিত নেই |
পরবর্তী | লিঙ্কোন গির্জা |
ইতিহাসসম্পাদনা
মিশোরের সবচেয়ে বড়, পুরোনো এবং আকর্ষনীয় পিরামিড হচ্ছে গিজা'র পিরামিড যা খুফু'র পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খন্ড দিয়ে। পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মত। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দুরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হত। চার হাজারের বছরের পুরানো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে; অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে। আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন ওজনের এক একটা ব্লক।[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ BBC। "মিসরে খুফুর পিরামিডে 'বড় শূন্যস্থান'"।
- ↑ "Mark Lehner (2008). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. p. 34."। Thames & Hudson।
বহিঃসংযোগসম্পাদনা
- Pyramids—The Inside Story from PBS' Nova (TV series)
- Belless, Stephen। "The Upuaut Project Homepage"। Upuaut Project। ২০০৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০১।
- Building the Khufu Pyramid
- "The Giza Mapping Project"। Oriental Institute। ২০০৮-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০১।
- Hawass, Dr. Zahi। "How Old are the Pyramids?"। Ancient Egypt Research Associates। ২০০৮-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০১।
- গিজার মহা পিরামিড-এর সাথে সম্পর্কিত ভৌগোলিক উপাত্ত দেখুন – ওপেন স্ট্রিট ম্যাপ এ
রেকর্ড | ||
---|---|---|
পূর্বসূরী স্নেফেরুর লাল পিরামিড |
বিশ্বের উচ্চতর কাঠামো সি. ২৫৭০ খ্রীষ্টপূর্বাব্দ—১৩০০ খ্রীষ্টাব্দ ১৪৬.৬ মিটার |
উত্তরসূরী লিঙ্কন ক্যাথিড্রাল |