গার্ল, ইন্টারাপ্টেড

গার্ল, ইন্টারাপ্টেড (ইংরেজি: Girl, Interrupted) হচ্ছে সুসানা কায়জেনের লিখিত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৯৯৩ সালে প্রকাশিত একটি বেস্ট সেলার[] স্মৃতিচারণমূলক গ্রন্থ। এই বইতে কায়জেন উঠিয়ে এনেছেন ১৯৬০-এর দশকে তার একটি মানসিক হাসপাতালে থাকার অভিজ্ঞতা। এখানে তিনি ভর্তি হয়েছিলেন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রোগটি নিয়ে।

গার্ল, ইন্টারাপ্টেড
লেখকসুসানা কায়জেন
মূল শিরোনামGirl, Interrupted
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধরনস্মৃতিচারণমূলক
প্রকাশকটার্টল বে বুকস
প্রকাশনার তারিখ
১৯৯৩
মিডিয়া ধরনকাগজে মুদ্রিত (শক্ত মলাট ও পেপারব্যাক)
পৃষ্ঠাসংখ্যা১৬৮ পৃষ্ঠা
আইএসবিএন ০৬৭৯৪২৩৬৬৪
ওসিএলসি২৮১৫৫৬১৮
616.89/0092 B 20
এলসি শ্রেণীRC464.K36 A3 1993

যখন সুসানা কায়জেন ফার আফিয়েল্ড উপন্যাসটি লিখছিলেন, তখনই অসুস্থতায় পড়ে ম্যাকলিন হসপিটালে ভর্তি হন, এবং দুই বছর সেখানে চিকিৎসাধীন থাকেন।[] এরপর বইটি শেষ করার পর তিনি যখন তার আইনজীবীর সহায়তায় হাসপাতাল থেকে ছাড়া পান, তারপর তিনি গার্ল, ইন্টারাপ্টেড বইটি লেখা শুরু করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা