গার্ডেনার অব ইডেন (ইংরেজি: Gardener of Eden) হল কেভিন কনলি পরিচালিত ২০০৭ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র। এটি কনলির পরিচালিত প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন অ্যালেন বেইন ও লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রচনা করেছেন অ্যাডাম "টেক্স" ডেভিস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন লুকাস হাস, এরিকা ক্রিস্টেনসেন ও জোভান্নি রিবিসি।[১]

গার্ডেনার অব ইডেন
চলচ্চিত্রের পোস্টার
পরিচালককেভিন কনলি
প্রযোজকঅ্যালেন বেইন
লিওনার্দো ডিক্যাপ্রিও
রচয়িতাঅ্যাডাম "টেক্স" ডেভিস
শ্রেষ্ঠাংশে
  • লুকাস হাস
  • এরিকা ক্রিস্টেনসেন
  • জোভান্নি রিবিসি
  • জেরি ফেরারা
  • জন অ্যারোচো
সুরকারপল হাসলিঙ্গার
চিত্রগ্রাহকলিসা লিনৎজার
সম্পাদকপিট বোড্রো
মাইকেল বেরেনবম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকভার্চুয়াল স্টুডিওজ
মুক্তি
স্থিতিকাল৮৮ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

কুশীলব সম্পাদনা

  • লুকাস হাস - অ্যাডাম হ্যারিস
  • এরিকা ক্রিস্টেনসেন - মোনা হাক্সলি
  • জোভান্নি রিবিসি - ভিক
  • জন আব্রাহামস - ডন
  • ড্যানি এ. অ্যাবেকাসার - অ্যামি
  • জন অ্যারোচো - টিজে বাক
  • গ্রেগ বেলো - লুক স্কট
  • টিম হপার - বিল হাক্সলি
  • লরেন বিটনার - লরা
  • ডেভিড বোর্তুলুচ্চি - রিচার্ড "হ্যান্ডস" পোপ

মুক্তি সম্পাদনা

গার্ডেনার অব ইডেন চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০০৭ সালের ২৬শে এপ্রিল ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে

প্রতিক্রিয়া সম্পাদনা

ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনীর পর দ্য হলিউড রিপোর্টার-এর এক পর্যালোচনায় বলে, "এর দৃঢ় সংকল্প বিস্ময় ও অন্ধকারাচ্ছন্নতা প্রশংসনীয়, কিন্তু সন্তোষজনক বা সংগতিপূর্ণ ভাব অর্জন করতে পারেনি।"[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. স্যানি, ড্যানিয়েল (১৫ ডিসেম্বর ২০০৫)। "Three join 'The Gardener of Eden'"ডিজিটাল স্পাই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯ 
  2. শেক, ফ্র্যাংক (২৬ এপ্রিল ২০০৭)। "The Gardener of Eden"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা