গাজিয়াবাদ জেলা

উত্তর প্রদেশের একটি জেলা
(গাজিয়াবাদ জেলা, ভারত থেকে পুনর্নির্দেশিত)

গাজিয়াবাদ জেলা; (হিন্দি: ग़ाज़ियाबाद ज़िला, প্রতিবর্ণীকৃত: গ়াজ়িয়াবাদ জ়িলা হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মেরঠ বিভাগের একটি জেলা। এই জেলাটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের শহরতলি এলাকায় অবস্থিত। জেলার সদর শহর হল গাজিয়াবাদ। ২০১১ সালের জনগণনা অনুসারে, জনসংখ্যার হিসেবে এই জেলা উত্তরপ্রদেশের ৭১টি জেলার মধ্যে তৃতীয় স্থানের অধিকারী (এলাহাবাদমোরাদাবাদের পরেই)।[]

গাজিয়াবাদ জেলা
ग़ाज़ियाबाद ज़िला
غازی آباد ضلع
উত্তরপ্রদেশের জেলা
উত্তরপ্রদেশে গাজিয়াবাদের অবস্থান
উত্তরপ্রদেশে গাজিয়াবাদের অবস্থান
দেশভারত
রাজ্যউত্তরপ্রদেশ
প্রশাসনিক বিভাগমেরঠ
সদরদপ্তরগাজিয়াবাদ
তহশিল
সরকার
 • লোকসভা কেন্দ্র১. মেরঠ
২. গাজিয়াবাদ
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট১,৫৪৮ বর্গকিমি (৫৯৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৬,৬১,৪৫২
 • জনঘনত্ব৩,০০০/বর্গকিমি (৭,৮০০/বর্গমাইল)
 • পৌর এলাকা৫৪.৮% (২,০০১)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৮৫%
 • লিঙ্গানুপাত৮৬০ (২০০১)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
ইন্দিপুরম উত্তর প্রদেশে সূর্যাস্ত

ইতিহাস

সম্পাদনা

১৭৪০ সালে মুঘল সেনাবাহিনীর সেনাপতি দ্বিতীয় গাজিউদ্দিন সিদ্দিকি ফিরোজ জং (১৭০৯-১৭৫২) এই শহর প্রতিষ্ঠা করেন। তিনি নিজের নামানুসারে এই শহরের নাম রেখেছিলেন “গাজিউদ্দিননগর”। পরে রেললাইন পাতার সময়, এই শহরের নাম ছোটো করে রাখা হয় “গাজিয়াবাদ”। শহরটি দিল্লির সীমান্তবর্তী। এই শহরটিকে “উত্তরপ্রদেশের প্রবেশদ্বার” বলা হয়। ১৯৭৬ সালে মেরঠ জেলা ভেঙে গাজিয়াবাদ জেলা গঠিত হয়েছিল।[]

জনপরিসংখ্যান

সম্পাদনা

২০১১ সালের জনগণনা অনুসারে, গাজিয়াবাদ জেলার জনসংখ্যা ৪,৬৬১,৪৫২।[] এই আয়তন আয়ারল্যান্ড রাষ্ট্রের আয়তনের প্রায় সমান।[] এই জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে, এই জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে ২৮তম স্থানের অধিকারী।[] জেলার জনঘনত্ব ৩,৯৬৭ জন প্রতি বর্গকিলোমিটার (১০,২৭০ জন/বর্গমাইল) ।[] ২০০১-২০১১ দশকে জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ৪১.৬৬%।[] এই জেলায় লিঙ্গানুপাতের অনুপাত প্রতি ১০০০ পুরুষে ৮৭৮ জন নারী।[] জেলার সাক্ষরতার হার ৮৫%।[]

পাদটীকা

সম্পাদনা
  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০ 
  2. ghaziabad.nic.in
  3. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১Ireland 4,670,976 July 2011 est.  line feed character in |উক্তি= at position 8 (সাহায্য)
  4. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০South Carolina 4,625,364  line feed character in |উক্তি= at position 15 (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা