জাতীয় রাজধানী অঞ্চল (ভারত)

ভারতের অঞ্চল
(দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল থেকে পুনর্নির্দেশিত)

দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল ভারতের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।[] এই সমন্বিত পরিকল্পনা অঞ্চলটি দিল্লি জাতীয় রাজধানী প্রশাসনিক অঞ্চল এবং পার্শ্ববর্তী অঙ্গরাজ্য হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থান থেকেও বেশ কিছু জেলাকে অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে।[] অঞ্চলটির শাসনভার একযোগে কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন অফ দিল্লির নির্বাচিত সরকার এবং তিনটি মিউনিসিপাল কর্পোরেশনের (দিল্লি, দিল্লি ক্যান্টনমেন্ট ও নয়া দিল্লি) উপর ন্যস্ত।

দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল
National Capital Region India
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মানচিত্র
দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মানচিত্র
দেশ ভারত
রাজ্যদিল্লি
হরিয়ানা
রাজস্থান
উত্তর প্রদেশ
সরকার
 • আঞ্চলিক কর্তৃত্বজাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ড
(National Capital Region Planning Board)
আয়তন
 • মোট৪৬,২০৮ বর্গকিমি (১৭,৮৪১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪,৫১,৪০,০০০
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
ওয়েবসাইটhttp://ncrpb.nic.in/

দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল এবং সংশ্লিষ্ট জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ডটিকে ১৯৮৫ সালে সৃষ্টি করা হয়, যার উদ্দেশ্য ছিল অঞ্চলটির উন্নয়ন সাধন এবং অঞ্চলটিতে ভূমির ব্যবহার ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য সমন্বিত নীতিমালা (harmonized policies for the control of land-uses and development of infrastructure) প্রবর্তন করা।[] জাতীয় রাজধানী অঞ্চলের ভেতরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে দিল্লি, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা এবং মীরাট অন্যতম।

জাতীয় রাজধানী অঞ্চলটি একাধারে গ্রামীণ ও শহুরে একটি অঞ্চল। এখানে নগরায়নের হার ৬২.৬%। মোট জনসংখ্যা ৪ কোটি ৬০ লক্ষেরও বেশি।[] এছাড়া এখানে পরিবেশগতভাবে স্পর্শকাতর বেশ কিছু এলাকা যেমন আরাবল্লি পর্বতমালা, অরণ্য, বন্যপ্রাণীর আবাসস্থল ও পাখীদের অভয়ারণ্য আছে।[]

অর্থনৈতিকভাবে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল একটি শক্তিশালী অঞ্চল। দিল্লির সম্প্রসারিত নগর অঞ্চল, যেটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের একটি অংশ, ২০১৫-২০১৬ অর্থবছরে ভারতের অর্থনীতিতে ৩৭ হাজার কোটি ডলার অবদান রাখে, যা মোট ভারতীয় অর্থনীতির ৪% (মোআউ-র ক্রয়ক্ষমতা সমতার হিসেবে)। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "NCR Constituent Areas"National Capital Region Planning Board। ৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "NCR Constituent Areas"National Capital Region Planning Board। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "The Gazette of India, National Capital Region Planning Board Act of 1985" (পিডিএফ)। NCR Planning Board। ১৯৮৫। ২৮ আগস্ট ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭ 
  4. "Census 2011" (পিডিএফ)National Capital Region Planning Board। National Informatics Centre। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬ 
  5. "NCR expands, planning lags"The Indian Express। ১৮ জানুয়ারি ২০১৪। 
  6. "With GDP of $370 billion, Delhi-NCR muscles out Mumbai as economic capital of India"The Financial Express। ২৯ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭