গাংতে হল একটি জাতিগত গোষ্ঠী যারা প্রধানত ভারতের মণিপুর রাজ্যে বসবাস করে আসছে। তারা জো জনগোষ্ঠীর অন্তর্গত এবং কুকি বা মিজো উপজাতির অংশ এবং ভারতের মণিপুরের একটি উপজাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও তারা মিজোরাম, আসাম এবং মায়ানমারের নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং ভারতীয় সংবিধানের অধীনে একটি স্বীকৃত উপজাতি। [] বিশ্বব্যাপী আনুমানিক ৪০,০০০ এর বেশি জনসংখ্যাসহ ( ২০১৮-এর হিসাব অনুযায়ী), [] তারা মূলত মণিপুরের দক্ষিণের চুরাচাঁদপুর জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, মিজোরাম এবং আসামে বসবাস করে।

গাংতে
"গাংতে" শব্দটি মণিপুরী লিপি (মেইতি লিপি) এ লেখা
মোট জনসংখ্যা
বিশ্বব্যাপী ৪০,০০০ (প্রায়)[]
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
উত্তরপূর্ব ভারত, বাংলাদেশ, বার্মা
ভাষা
গাংতে ভাষা
ধর্ম
খ্রিস্টধর্ম
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
মেইতেই  · চিন  · থাডোউ  · হমার  · মিজো  · সিমটে  · ভাইপেই  · জো  · পাইটে

এছাড়াও কিছু গাংতে মায়ানমারের চিন রাজ্য এবং কাবাউ উপত্যকায়ও বাস করে।

আর এই গোষ্ঠীর অন্যান্য গোষ্ঠী বা জাতিগত লোকেরা হল থাডউ, লুশেই, পাইতে, ভাইফেই, সিমতে, জুউ এবং অন্য যেকোনো চিন-কুকি-মিজো উপজাতি

উত্তর-পূর্ব ভারত এবং মিয়ানমারের গাংতে লোকেদের দ্বারা যে কথ্য ভাষা বলা হয় তার নামও গাংতে, যেটি তিব্বত-বর্মন পরিবারের উত্তর চিন, কুকি এবং মিজো ভাষার অন্যতম।

টীকা এবং তথ্যসূত্র

সম্পাদনা
  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix"www.censusindia.gov.in। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৩ 
  2. "List of notified Scheduled Tribes" (পিডিএফ)। Census India। পৃষ্ঠা 7–8। ৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৩ 
  3. Distribution of the 100 non-scheduled languages

বহিঃসংযোগ

সম্পাদনা