গরখীয়া দৌল, নাজিরা

ভারতের আসামে শিবসাগর জেলার নাজিরাতে অবস্থিত গরখীয়া দৌল আহোম স্বর্গদেউ প্রতাপ সিংহ-এর (১৬০৩-১৬৪৮ খৃঃ) রাজত্ব কালে তৈরি একটি মন্দির। একে মাই দৌল বা মহেশ্বর ঘর বা পূজা শিল বলেও অভিহিত করা হয়। এই মন্দিরটি আহোমদের তৈরি প্রথম মন্দিরসমূহের একটি এবং সেইমতো এখানে আহোম স্থাপত্যের সূত্রপাতের নিদর্শন দেখা যায়। ইট দিয়ে তৈরি মন্দিরটি ছোট এবং অষ্টভূজাকৃতির এবং শিখরটি মুজুরা। এই স্থাপত্যটির বাইরের দিকের দেওয়াল বাইরের দিকে দুসারি দেবকোষ্ঠ লাগানো আছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষিত পূরাতাত্ত্বিক স্থান এবং স্মৃতিসৌধসমূহ"। আসাম সরকার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯