গণেশ বসু (জন্মঃ ১লা ডিসেম্বর, ১৯৪০) একজন ভারতীয় বাঙালি লেখক ও কবি। তিনি ২০০৬ সালে মঙ্গলাচরণ স্মৃতি পুরস্কার লাভ করেন।

গণেশ বসু
জন্ম (1940-12-01) ১ ডিসেম্বর ১৯৪০ (বয়স ৮৩)
বরিশাল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
পেশালেখক
ভাষাবাংলা
জাতীয়তাবাঙালি
নাগরিকত্বভারত ভারতীয়
সময়কাল১৯৬০ এর দশক

জীবন[১] সম্পাদনা

কবি গণেশ বসু জন্মগ্রহন করেন অবিভক্ত বাংলার বরিশাল জেলার দেহেরগতি গ্রামে, মামার বাড়িতে। পৈতৃক নিবাস বরিশালেরই চাঁদশি গ্রাম। গণেশ বসুর ঠাকুরদা অন্নদাচরণ বসু মজুমদার ছিলেন জমিদার। তাঁর পঞ্চম পুত্র সুমন্তনাথ বসু মজুমদার হলেন কবির পিতা। মাতার নাম পারুলদেবী। দেশভাগের পর সুমন্তনাথ বসু মজুমদার সপরিবারে ভিটেমাটি ছেড়ে কলকাতায় চলে আসেন। শরণার্থী হিসেবে দুঃখ-কষ্ট, অভাব-অনটনের মধ্য দিয়ে তাঁদের দিন কাটে। পরিবারের কিছুটা আর্থিক সুরাহা করতে কবিও ছেলেবেলা থেকেই কাজে নেমে পড়েন। প্রথমদিকে ঠোঙা বানিয়ে দোকানে বিক্রি করতেন, তারপর টিউশন পড়ানো শুরু করেন।

শিক্ষা ও কর্মজীবন সম্পাদনা

গণেশ বসুর পড়াশোনা শুরু হয় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশনে। তারপর চারুচন্দ্র কলেজে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন। তিনি কিছুকাল 'অমৃত' সাপ্তাহিকে কাজ করেছেন। পরে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন।

মতাদর্শ ও সাহিত্যাদর্শ সম্পাদনা

ব্যক্তিগত জীবনে তিনি মার্কসীয় দর্শনে বিশ্বাসী। কমিউনিস্ট পার্টির সদস্যও হয়েছিলেন। কবিতায় তাঁর এই মতাদর্শের ছাপ লক্ষ্য করা যায়। খাদ্য আন্দোলনের প্রেক্ষাপটে লেখা 'সমুদ্রমহিষ' কবিতাটি তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়। এই কবিতাটি পড়ে স্বয়ং বিষ্ণু দে একটি আস্ত কবিতা লিখে কবিকে অভিনন্দন জানিয়েছিলেন[২]। কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পাদিত 'স্বাধীনতা-পরবর্তী ভারতীয় কবিতা'(১৯৭৩) শীর্ষক কাব্য সংকলনে কবিতাটি স্থান পেয়েছিল। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠক্রমেও এটি ছিল একসময়।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পাদনা

গণেশ বসুর মোট কাব্যগ্রন্থ ১২টি।[৩]

  • বনানীকে কবিতাগুচ্ছ (প্রথম কাব্যগ্রন্থ: ১৯৬৪)
  • নিজের মুখোমুখি (১৯৬৭)
  • রক্তের ভিতরে রৌদ্র (১৯৬৯)
  • অধিকার রক্তের কবিতার (১৯৭০)
  • অমৃত আস্বাদে মৃত্যু বাংলাদেশ (১৯৭১)
  • বাঘের থাবার নিচে (১৯৮২)
  • নীরব সন্ত্রাস (১৯৯৯)
  • অন্ন অশ্রু ভায়োলিন (২০০৫)
  • ভাসান দরিয়া (২০০৮)
  • ভাঙা বইঠার গান (২০১১)
  • বর্ণময় পৃথিবী (২০১৩)
  • বলগা হরিণের শিং (২০১৫)
  • নরকরোটিতে প্রজাপতি (প্রবন্ধগ্রন্থ, ২০১১)।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

গণেশ বসু ২০০৬ খ্রিস্টাব্দে মঙ্গলাচরণ স্মৃতি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. 'অহর্নিশ' পত্রিকা, বর্ষ - ১৯, সংকলন - ২৪। অশোকনগর, উত্তর ২৪ পরগনা। গ্রীষ্ম - ১৪২২। পৃষ্ঠা ৫৯, ৬০, ৬১।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. 'অহর্নিশ' পত্রিকা, বর্ষ - ১৯, সংকলন - ২৪। অশোকনগর, উত্তর ২৪ পরগণা। গ্রীষ্ম ১৪২২। পৃষ্ঠা ৫৭।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. গণেশ বসুর কবিতা সংগ্রহ। কলকাতা - 700009: দিয়া পাবলিকেশন। জানুয়ারি ২০২০। পৃষ্ঠা ১, ২১, ৫১, ৭৭, ৯৭, ১৩১, ১৭৫, ২২৯, ২৮৫, ৩৪৭, ৪১১, ৪৫১। আইএসবিএন 978-93-87003-25-5