গণেশ জয়ন্তী
গণেশ জয়ন্তী (আক্ষরিক অর্থে "গণেশের জন্মদিন") বা মাঘ শুক্লাচতুর্থী বা তিলকুণ্ড চতুর্থী বা বরদ চতুর্থী হল একটি হিন্দু উৎসব। এই উপলক্ষ্যে জ্ঞানের অধিপতি গণেশের জন্মদিন উদযাপন করা হয়।[১] এটি বিশেষ করে ভারতের মহারাষ্ট্র রাজ্যে জনপ্রিয় উৎসব এবং এটি হিন্দু পঞ্জিকার অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়।
ঐতিহ্য অনুসারে, গণেশ চতুর্থীকেও গণেশের জন্মদিন হিসেবে বিবেচনা করা হয়।[২][৩] গণেশের এই উৎসটিকে উত্তর প্রদেশে তিল চৌথ বা সাকত চৌথ নামেও ডাকা হয়, যেখানে পরিবারের ছেলের পক্ষ থেকে গণেশকে আবাহন করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Thapan, Anita Raina (১৯৯৭), Understanding Gaņapati: Insights into the Dynamics of a Cult, New Delhi: Manohar Publishers, আইএসবিএন 81-7304-195-4 p.215
- ↑ Wright, Daniel (১৯৯৩)। History of Nepal। Ganesh chauth। Asian Educational Services। পৃষ্ঠা 41। আইএসবিএন 81-206-0552-7। সংগ্রহের তারিখ ২০০৯-১১-২৬।
- ↑ ক খ Sharma, Usha (জানুয়ারি ২০০৮)। Festivals in Indian Society (2 Vols. Set)। Ganesh Chathurthi। Mittal Publications। পৃষ্ঠা 70–71। আইএসবিএন 9788183241137। সংগ্রহের তারিখ ২০০৯-১১-২৬।
হিন্দুধর্ম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |