গণীরা পশাইভ

আজারবাইজানী রাজনীতিবিদ

গণীরা আলাসগার কুইজি পশাইভ (আজারবাইজানি: Qənirə Әləsgər qızı Paşayeva, জন্ম ৭ মার্চ ১৯৭৫, ফ্ল্যাট ব্লান্ট, তোভুজ রায়ন, আজারবাইজান) হচ্ছেন আজারবাইজান জাতীয় পরিষদের একজন সদস্য। [১][২]

গণীরা পশাইভ
সোমালিয়ার সফরে গণীরা পশাইভ
তোভুজ রায়ন আসনের
আজারবাইজান সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৬ নভেম্বর ২০০৫
পূর্বসূরীনতুন নির্বাচনী এলাকা
ব্যক্তিগত বিবরণ
জন্মগণীরা আলাসগার কুইজি পশাইভ
(1975-03-07) ৭ মার্চ ১৯৭৫ (বয়স ৪৯)
ফ্ল্যাট ব্লান্ট, তোভুজ রায়ন, আজারবাইজান
জাতীয়তাআজারবাইজানীয়
রাজনৈতিক দলস্বাধীন
প্রাক্তন শিক্ষার্থীবাকু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

জন্ম ও শিক্ষা সম্পাদনা

পশাইভ ৭ মার্চ ১৯৭৫ সালে তোভুজ রায়ন-এ জন্মগ্রহণ করেন। তিনি আজারবাইজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এর পেডিয়াট্রিক্স বিভাগ থেকে স্নাতক পাশ করেন, বাকুতে অবস্থিত বাকু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগ থেকেও শিক্ষা লাভ করেন। তিনি ইংরেজি এবং রাশিয়ান ভাষায় কথা বলেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

১৯৯৮ সাল থেকে তিনি টেলিভিশন কোম্পানি এএনএস গ্রুপের একজন সাংবাদিক, সংবাদদাতা, সম্পাদক, প্রধান সম্পাদক, সিনিয়র নেতৃস্থানীয় সম্পাদক, ডেপুটি এডিটর-ইন-চীফ এবং সংবাদ বিভাগের ডেপুটি এডিটর-ইন-চীফ হিসাবে কাজ করেছিলেন। ২০০৫ সালে তিনি হায়দার আলিয়েভ ফাউন্ডেশন এর জনসংযোগ বিভাগের প্রধান হন।[৪]

৬ নভেম্বর ২০০৫-এ তিনি তোভুজ নির্বাচনী এলাকা নং ১০৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪] তিনি আন্তর্জাতিক ও আন্তঃসম্পর্কীয় সম্পর্ক বিষয়ে আজারবাইজান জাতীয় সংসদ এর স্থায়ী কমিশনের সদস্য এবং আন্তঃসম্পর্কীয় সম্পর্কের বিষয়ে আজারবাইজান-জর্জিয়া কার্যনির্বাহী দলের প্রধান। তিনি আজারবাইজান-ভারত, আজারবাইজান-তুরস্ক এবং আজারবাইজান-জাপানের আন্তঃ সংসদীয় সম্পর্কের কর্মরত দলের সদস্য। তিনি ইউরোপের কাউন্সিলের সংসদীয় পরিষদে আজারবাইজান প্রজাতন্ত্রের প্রতিনিধি দলের সদস্য।[৫]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা