গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়

(গণভবন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। [১] এটি ১৯৮০ সালে ১ মার্চ তারিখে "শের-ই-বাংলা নগর সরকারি জুনিয়র হাই স্কুল" নামে প্রতিষ্ঠিত হয়। এটি শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের পাশে অবস্থিত । এটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। সকালে মেয়েদের এবং দুপুর ছেলেদের ক্লাস হয়।

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
ঢাকা, বাংলাদেশ
তথ্য
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল১ মার্চ ১৯৮০ (1980-03-01)
ইআইআইএন১০৮৫১৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকসুলতান জাহান
শিক্ষকমণ্ডলী
লিঙ্গছেলে ও মেয়ে
বয়স৬ বছর+
ভর্তিMore than 1800
শ্রেণীপ্রথম শ্রেণী থেকে দশম
ভাষাবাংলা
রং     সাদা এবং      নেভি ব্লু
স্বীকৃতিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বর্ষপুস্তকঅঙ্কুর
ওয়েবসাইট[১]

অবকাঠামো

সম্পাদনা

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা শহরের কলেজ গেটে (প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে) অবস্থিত। স্কুলটি ১-১০ শ্রেণী পাঠদান করা হয় । বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হয়। সকালের শিফটে মেয়েরা আর ছেলেরা দিনের শিফটে। সকালের শিফট সাধারণত সকাল ৭.৩০ এ শুরু হয় এবং দুপুর ১২.০০ টায় শেষ হয়। আবার দিনের শিফট শুরু হয় ১২.৩০ টায় এবং শেষ হয় ৫.১৫ টায়। উভয় শিফটের জন্য, ক্লাস ১-৫ থেকে একটি বিভাগ রয়েছে এবং ৬-১০ শ্রেণী থেকে দুটি শিফট রয়েছে। এই বিদ্যালয়ের একটি মাত্র ভবন রয়েছে। এটি একটি তিন তলা বিল্ডিং এবং এই বিল্ডিংটি ইংরেজি শব্দ এইচ এর মতো আকৃতির মতো । গড়ে প্রতিটি বিভাগে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি প্রকৃতিতে ভরপুর। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশাল খেলার মাঠ। প্রতি বছর পাবলিক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২৫০ জনের বেশি শিক্ষার্থী পরীক্ষা অংগ্রহণ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Admission tests in govt schools Jan 10-14"The Daily Star (Bangladesh)। ডিসেম্বর ৩১, ২০০৩। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৩