গড সেইভ দ্য কিং

যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত এবং অনেক কমনওয়েলথ রাজ্যের রাজকীয় সঙ্গীত
(গড সেইভ দ্য কুইন থেকে পুনর্নির্দেশিত)

গড সেইভ দ্য কিং বিকল্প, গড সেইভ দ্য কুইন সেন্ট হেলেনার জাতীয় সঙ্গীত। এটি যুক্তরাজ্য এবং এর প্রাক্তন উপনিবেশসমূহের (বর্তমানে যেগুলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র) সমন্বয়ে গঠিত মৈত্রীজোটের জাতীয় সঙ্গীত[]

"গড সেইভ দ্য কিং"
Publication of an early version in The Gentleman's Magazine, 15 October 1745. The title, on the Contents page, is given as "God save our lord the king: A new song set for two voices".

 অস্ট্রেলিয়া (রাজকীয়)
 কানাডা (রাজকীয়)
 জামাইকা (রাজকীয়)
 বাহামা দ্বীপপুঞ্জ (রাজকীয়)
 বার্বাডোস (রাজকীয়)
 টুভালু (রাজকীয়)
 নরফোক দ্বীপ
 নিউজিল্যান্ড
 যুক্তরাজ্য
 Guernsey
 আইল অফ ম্যান (রাজকীয়)
 জার্সি-এর জাতীয় সঙ্গীত
অপর নামঈশ্বর রাজাকে রক্ষা করো
কথাঅজানা
সঙ্গীতঅজানা
অডিও নমুনা
গড সেইভ দ্য কিং (যন্ত্রসঙ্গীত)

গানের কথা

সম্পাদনা
গানের কথা ইংরেজি ভাষায় বাংলা অনুবাদ
প্রথম স্তবক

God save our gracious King,
Long live our noble King,
God save The King.
Send him victorious,
Happy and glorious,
Long to reign over us:
God save The King.

ঈশ্বর আমাদের দয়াময় রাজাকে রক্ষা করো,
আমাদের রাজা দীর্ঘজীবী হোক,
ঈশ্বর রাজাকে রক্ষা করো,
তাঁকে বিজ​য়ী করে পাঠাও,
খুশী হয়ে ও গর্বিত হয়ে
আমাদের উপর দীর্ঘকাল শাসন করতে
ঈশ্বর রাজাকে রক্ষা করো।

দ্বিতীয় স্তবক

O Lord our God, arise,
Scatter our enemies,
And make them fall;
Confound their politics,
Frustrate their knavish tricks;
On thee our hopes we fix:
God save us all.

ও প্রভু, আমাদের ঈশ্বর, জাগি,
আমাদের শত্রুদেফ ছড়িয়ে প​ড়াও,
আর তাদেরকে ফেলে দাও,
তাদের রাজনীতিকে পেরেশান করো,
তাদের নোংরা কর্মকাণ্ডকে রাগাও,
তোমার উপর আমাদের উমেদ ঠিক করি,
ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করো।

তৃতীয় স্তবক

Thy choicest gifts in store
On him be pleased to pour,
Long may he reign.
May he defend our laws,
And ever give us cause
To sing with heart and voice,
God save The King.

তোমার সেরা উপহার রাখা আছে,
খুশী হয়ে দাও তাকে,
তার রাজত্ত্ব দীর্ঘজীবী হোক
তিনি আমাদের আইন রক্ষা করুক,
আর আমাদের উদ্দেশ্য রাখুক,
হৃৃদয় ও আওয়াজ দিয়ে গাইতে,
ঈশ্বর রাণীকে রক্ষা করো|

চতুর্থ স্তবক

Not in this land alone,
But be God's mercies known,
From shore to shore!
Lord make the nations see,
That men should brothers be,
And form one family,
The wide world over.

এই মাটিতে একা নয়,
ঈশ্বরের দয়া জানা থাকুক,
কিনারা থেকে কিনারা,
প্রভু (সব) জাতিদের দেখাও,
যে আমরা সবাই ভাই ভাই,
আর একই পৃৃথিবী গড়ি,
সারা বিশ্বজগৎ জুড়ে|

পঞ্চম স্তবক

From every latent foe,
From the assassins blow,
God save the King!
O'er his thine arm extend,
For Britain's sake defend,
Our mother, prince, and friend,
God save the King!

.
.
.
.
.
.
.

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা