গজনীর যুদ্ধ ১১১৭ খ্রিস্টাব্দে সালে গজনীর বাহরামের ক্ষমতাকে সমর্থনকারী সেলজুক বাহিনী এবং বাহরামের ভাই গজনীর ক্ষমতাসীন সুলতান আরসলান শাহের সেনাবাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল।[]

গজনীর যুদ্ধ
তারিখ১১১৭
অবস্থান
ফলাফল সেলজুকদের বিজয়
বিবাদমান পক্ষ
সেলজুক সাম্রাজ্য গজনভি সাম্রাজ্য
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আহমাদ সানজার আরসালান শাহ

পটভূমি

সম্পাদনা

১১১৫ খ্রিস্টাব্দে গজনীর মাসউদ তৃতীয়ের মৃত্যুর পর সিংহাসনের জন্য একটি উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হয়। সেই বছর শিরজাদ সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তিনি পরের বছরই তার ছোট ভাই আরসালানের হাতে নিহত হন। আরসালান আবার তার আরেক ভাই বাহরামের বিদ্রোহের মুখোমুখি হয়। যেখানে বাহরাম সেলজুক সুলতান আহমাদ সানজারের সমর্থন পেয়েছিল।[]

আহমাদ সানজার খোরাসান থেকে আক্রমণ করে তার সৈন্যবাহিনীকে আফগানিস্তানে নিয়ে যান এবং গজনীর নিকটবর্তী শাহরাবাদে আরসালানকে পরাজিত করেন। আরসালান পালাতে সক্ষম হন এবং বাহরাম সেলজুকের সামন্ত হিসেবে সিংহাসনে আরোহণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "GHAZNAVIDS – Encyclopaedia Iranica"www.iranicaonline.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৪ 
  2. Jaques 2007, p. 391

পাদটীকা

সম্পাদনা