গঙ্গাখেদ

মানববসতি

গঙ্গাখেদ (ইংরেজি: Gangakhed) ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানি জেলার একটি শহর।

গঙ্গাখেদ
শহর
গঙ্গাখেদ মহারাষ্ট্র-এ অবস্থিত
গঙ্গাখেদ
গঙ্গাখেদ
মহারাষ্ট্র, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১৮°৫৭′ উত্তর ৭৬°৪৫′ পূর্ব / ১৮.৯৫° উত্তর ৭৬.৭৫° পূর্ব / 18.95; 76.75
দেশ ভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলাপারভানি
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৯,৮৯১[১]
ভাষা
 • অফিসিয়ালমারাঠি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে গঙ্গাখেদ শহরের জনসংখ্যা হল ৪০,৪১২ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৬০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৮% এবং নারীদের মধ্যে এই হার ৫২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে গঙ্গাখেদ এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৬% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Parbhani District Demography, Census 2011"Census 2011। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫ 
  2. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩০, ২০০৭