গগণবেড়
পাখির গণ
গগণবেড় বা পেলিক্যান জলে বাসকারী বৃহৎ আকারের পাখি (প্রায় দেড় মিটার লম্বা)।
গগণবেড় সময়গত পরিসীমা: অলিগোসিন-বর্তমান, ৩.০–০কোটি | |
---|---|
![]() | |
বড় ধলা গগণবেড়, নামিবিয়া | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | পেলিক্যানিফর্মিস |
পরিবার: | পেলিক্যানিডি Rafinesque, 1815 |
আদর্শ প্রজাতি | |
Pelecanus onocrotalus Linnaeus, 1758 | |
প্রজাতি | |
৮টি |
এদের বড় ঠোঁটটি দেখার মত যার নিচে একটা চামড়ার থলি থাকে। এই থলির ভিতর এরা খাবার জমিয়ে রাখে। মাছ এদের প্রধান খাদ্য। জলাশয়ের ধারে শিকারের সন্ধানে এদের বসার ভংগিমাটি বিচিত্র। এদের পা ছোট, আঙুলগুলি পরস্পরের সাথে চামড়া দিয়ে জোড়া লাগানো। ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর তীরে অনেক ধূসর পেলিক্যান দেখা যায়।
চিত্রশালাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |