খোঁচা দাঁড়ি
খোঁচা দাঁড়ি (ইংরেজিতে ডিজাইনার স্টাবল নামে পরিচিত) পুরুষদের দাঁড়ির একটি স্বল্পবর্ধিত রূপ ১৯৮০-র দশকে রেওয়াজে পরিণত হয়। গায়ক জর্জ মাইকেল[১] এবং অভিনেতা ডন জনসন এই স্টাইলটির পুনরাবির্ভাব ঘটান এবং তারপর আরও অনেকেই তাদের অনুকরণ করেন।[২] বেশ কিছু প্রতিষ্ঠান ডিজাইনার স্টাবল বা খোঁচা দাড়ি রাখার জন্য বিয়ার্ড ট্রিমার নামক দাড়ি ছাঁটার যন্ত্র (হেয়ার ক্লিপার) তৈরি করে থাকে,[৩] যা "ফাইভ ও'ক্লক শ্যাডো" ("five o'clock shadow") বা "বিকাল পাঁচটার ছায়া" নামে পরিচিত।[৪] ২০০০ সালের শুরুর দিকে ডেভিড বেকহ্যাম এবং জর্জ ক্লুনির দ্বারা জনপ্রিয় হওয়ার মাধ্যমে স্টাইলটি আবার মানুষের মাঝে ফিরে আসে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Designer stubble"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১১।
- ↑ Bombeck, Erma (১০ আগস্ট ১৯৮৬)। "Don Johnson stubble creates hairy situation"। The Pittsburgh Press। পৃষ্ঠা G7। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩।
- ↑ Quenca, Douglas (২৯ সেপ্টেম্বর ২০১১)। "Stubble Trimmers - Trial Run"। The New York Times। পৃষ্ঠা E-3। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩।
- ↑ "Five o'clock shadow"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে খোঁচা দাঁড়ি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিঅভিধানে ডিজাইনার স্টাবল শব্দটি খুঁজুন।