খোঁচা দাঁড়ি (ইংরেজিতে ডিজাইনার স্টাবল নামে পরিচিত) পুরুষদের দাঁড়ির একটি স্বল্পবর্ধিত রূপ ১৯৮০-র দশকে রেওয়াজে পরিণত হয়। গায়ক জর্জ মাইকেল[১] এবং অভিনেতা ডন জনসন এই স্টাইলটির পুনরাবির্ভাব ঘটান এবং তারপর আরও অনেকেই তাদের অনুকরণ করেন।[২] বেশ কিছু প্রতিষ্ঠান ডিজাইনার স্টাবল বা খোঁচা দাড়ি রাখার জন্য বিয়ার্ড ট্রিমার নামক দাড়ি ছাঁটার যন্ত্র (হেয়ার ক্লিপার) তৈরি করে থাকে,[৩] যা "ফাইভ ও'ক্লক শ্যাডো" ("five o'clock shadow") বা "বিকাল পাঁচটার ছায়া" নামে পরিচিত।[৪] ২০০০ সালের শুরুর দিকে ডেভিড বেকহ্যাম এবং জর্জ ক্লুনির দ্বারা জনপ্রিয় হওয়ার মাধ্যমে স্টাইলটি আবার মানুষের মাঝে ফিরে আসে।

একজন তরুণের খোঁচা দাঁড়ি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Designer stubble"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১১ 
  2. Bombeck, Erma (১০ আগস্ট ১৯৮৬)। "Don Johnson stubble creates hairy situation"The Pittsburgh Press। পৃষ্ঠা G7। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  3. Quenca, Douglas (২৯ সেপ্টেম্বর ২০১১)। "Stubble Trimmers - Trial Run"The New York Times। পৃষ্ঠা E-3। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  4. "Five o'clock shadow"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা