খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা খুলনা ওয়াসা খুলনাতে অবস্থিত পানি এবং পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ।[১] এটি বর্তমানে খুলনা সিটি করপোরেশনের দিক নির্দেশনায় কাজ করে।
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ২ মার্চ ২০০৮ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | ৭ রুজভেল্ট জেটিঘাট রোড, জোড়াগেট, খালিশপুর, খুলনা |
সংস্থা নির্বাহী |
|
মূল বিভাগ | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাখুলনা শহরে প্রথম পানি সরবরাহের ব্যবস্থা চালু হয় ১৯২১ সালে। তৎকালীন সময় দিনে ৯০০ ঘনমিটার পানি উত্তোলিত হতো। ১৯৬০ সালে প্রথম বাণিজ্যিক নলকূপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়। ২০০৮ সালের ২মার্চ তারিখে ১৯৯৬ সালের ওয়াসা অধ্যাদেশ-৩ এর বলে খুলনা ওয়াসা প্রতিষ্ঠা করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
সেবা সমূহ
সম্পাদনাখুলনা ওয়াসা বিভিন্ন গভীর নলকূল ও রূপসা উপজেলাস্থ বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের [২] মাধ্যমে সমগ্র খুলনা শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এছাড়াও নগরীর রায়ের মহল এলাকায় বোতল ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে সুন্দরবন ড্রিংকিং ওয়াটারএর মোড়কে বোতলজাত পানি বাজারজাত করে আসছে।
চলমান প্রকল্পসমূহ
সম্পাদনাখুলনা শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নতির লক্ষ্য খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প খুলনা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন রয়েছে।[৩] এই প্রকল্পের মাধ্যমে নগরীর যাবতীয় বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে নগরীর উপকণ্ঠে মাথাভাঙ্গা এবং ঠিকরাবন্দ এলাকায় নির্মাণাধীন পয়ঃশোধনাগার হতে পরিশোধিত করে রূপসা ও ময়ূর নদীতে ফেলা হবে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খুলনা ওয়াসা পানির বিল বাড়িয়েছে : বছরের প্রথম মাস থেকে কার্যকর - daily nayadiganta"। The Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭।
- ↑ TV, News24 (২০২০-০১-২৬)। "বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। news24bd.tv। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৪।
- ↑ Ahmed, Bappy (২০২০-০৭-২৮)। "একনেকে খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প অনুমোদন - দৈনিক প্রবাহ" (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৪।