খুলনা টাইগার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট দল
(খুলনা টাইটান্স থেকে পুনর্নির্দেশিত)

খুলনা টাইগার্স একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল, যা টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটি মাইন্ডট্রি লিমিটেডের মালিকানাধীন।

খুলনা টাইগার্স
কর্মীবৃন্দ
মালিকমাইন্ডট্রি লিমিটেড
দলের তথ্য
শহরখুলনা, বাংলাদেশ
প্রতিষ্ঠা২০১২ (খুলনা রয়েল বেঙ্গলস হিসাবে)
২০১৬ (খুলনা টাইটান্স হিসাবে)
২০১৯ (খুলনা টাইগার্স হিসাবে)
স্বাগতিক মাঠশেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
ধারণক্ষমতা১৫,৬০০
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়

ইতিহাস

খুলনা বিভাগের প্রথম ফ্র‍্যাঞ্চাইজি দল রয়েল বেঙ্গলস প্রথম দুই আসরে খেলেছিল। ২০১২ সালের ১০ জানুয়ারি তারিখে, ওরিওন গ্রুপ $১.১০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নিলামে জয়লাভ করে এর মালিকানা পায়।[]

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।

তথ্যসূত্র

  1. "BPL to brand Bangladesh"। দ্য ডেইলি স্টার। 

বহিঃসংযোগ