খালাসপীর কয়লা ক্ষেত্র
রংপুর জেলায় অবস্থিত কয়লা খনি
খালাসপীর কয়লা ক্ষেত্র বাংলাদেশের রংপুর জেলার খালাসপীর নামক স্থানে অবস্থিত একটি কয়লা ক্ষেত্র। ১৯৮৯ সালে এটি আবিষ্কৃত হয়।কয়লা ক্ষেত্রটির বিস্তৃতি ১২.৫৬ বর্গকিলোমিটার। এখানে কয়লার স্তরের গভীরতা ২৫৭ থেকে ৪৮৩ মিটার এবং মজুদ কয়লার পরিমাণ ৬৮৫ মিলিয়ন মেট্রিক টন।[১]
অবস্থান | |
---|---|
অবস্থান | খালাসপীর, রংপুর জেলা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
উৎপাদন | |
উৎপাদন | ৬৮৫মিলিয়ন মেট্রিক টন |
মালিক | |
কোম্পানি | পেট্রোবাংলা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮।
- প্রফেসর ড. মহসীন রচিত একাদশ-দ্বাদশ রসায়ন ২য় পত্র বই।