খান জাহান আলী সেতু
খানজাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি রূপসা সেতু নামেও পরিচিত। এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে উঠা যায়। প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসেন।
খান জাহান আলী সেতু | |
---|---|
স্থানাঙ্ক | ২২°৪৬′৪০″ উত্তর ৮৯°৩৫′০২″ পূর্ব / ২২.৭৭৭৬৫° উত্তর ৮৯.৫৮৪০০° পূর্ব |
অতিক্রম করে | রূপসা নদী |
স্থান | খুলনা |
অন্য নাম | রূপসা সেতু |
রক্ষণাবেক্ষক | বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ লিমিটেড |
বৈশিষ্ট্য | |
মোট দৈর্ঘ্য | ১.৬০ কি.মি. |
প্রস্থ | ১৬.৪৮ মি. |
ইতিহাস | |
চালু | ২১ মে ২০০৫ |
অবস্থান | |
অবস্থান
সম্পাদনাখুলনা শহরের রূপসা থেকে ব্রিজের দূরত্ব ৪.৮০ কি.মি। এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা যায় কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলির বিশেষত মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১.৬০ কি.মি. এবং এর প্রস্থ ১৬.৪৮ মিটার।[১] সেতুটিতে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে। বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। জাপানী সহায়তায় নির্মিত সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
চিত্রশালা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "LeftNavigation"। rhd.gov.bd। ১২ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।