খসড়া:শ্যামল দত্ত (সাংবাদিক)

শ্যামল দত্ত
সম্পাদক, দৈনিক ভোরের কাগজ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৬ মার্চ ২০০৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম৫ ফেব্রুয়ারি
সাতকানিয়া, চট্টগ্রাম
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসাংবাদিকতা

শ্যামল দত্ত (জন্ম ৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের একজন বাংলাদেশি গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার। তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ভোরের কাগজ প্রকাশনের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের সাংবাদিকদের সংগঠন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির ২০২৩-২৪-এর নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের অন্যতম পরিচালক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

শ্যামল দত্ত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের[১] সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শ্যামল দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা স্টেট-এর লিংকন সিটি থেকে প্রকাশিত দৈনিক লিংকন স্টার-এ ইন্টার্নশিপ করেন।[২]

পেশাজীবন সম্পাদনা

শ্যামল দত্ত ১৯৮৭ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন এবং দৈনিক আজকের কাগজে কাজ করেন। ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি দৈনিক ভোরের কাগজ পত্রিকা প্রতিষ্ঠিত হলে তিনি পত্রিকাটিতে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এ পত্রিকাটির প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি, নির্বাহী সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৬ সালের ১৬ মার্চ এর সম্পাদক হিসেবে নিযুক্ত হন।[২] এর পাশাপাশি তিনি দৈনিক দিনেরশেষে’র সম্পাদক এবং দ্য অ্যাপারেল নিউজের উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশনে রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার হিসেবেও নিয়মিত অংশ নেন। তার উপস্থাপনায় এটিএন বাংলায় ‘অন্যদৃষ্টি’ নামে একটি টক-শো প্রচারিত হয়।

শ্যামল দত্ত ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পর ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[৩][৪] ২০২২ সালের ৩১ মার্চ বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য[৫] এবং ২০২৩ সালের ১৩ নভেম্বর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের একজন পরিচালক হিসেবে নিয়োগ পান।[৬]

প্রকাশিত গ্রন্থ সম্পাদনা

সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো:[১]

  • অগ্নিবর্ণ সাতটি ঘোড়া
  • করোনাকাহিনী
  • মুক্ত গণমাধ্যমের ভবিষ্যৎ ভাবনা
  • বিষধর সাপ ও তার বিষদাঁত
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : পোয়েট অব পলিটিক্স
  • পিতা
  • সেরা লেখক সেরা গল্প (গল্প সংকলন)
  • সেরা দশ উপন্যাস
  • সাহিত্য ও সংগ্রাম : জাহানারা ইমাম থেকে শেখ হাসিনা
  • সাহিত্য ভাবনা : আমাদের রবীন্দ্রনাথ থেকে আমাদের হুমায়ূন
  • জগলুল আহমেদ চৌধুরী : জীবন ও স্মৃতি
  • টুনটুনি গায়িকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "লেখক পরিচিতি"bhorerkagojprokashan.com। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৪ 
  2. "Shyamal Dutt appointed Editor of Bhorer Kagoj"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৪ 
  3. "জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সম্পাদক ফরিদা ইয়াসমিন"banglatribune.com। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৪ 
  4. রিপোর্ট, স্টার অনলাইন (৩১ ডিসেম্বর ২০২২)। "প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত"ডেইলি স্টার বাংলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৪ 
  5. "বাংলাদেশ গেজেট, ২৯ এপ্রিল ২০২২" (পিডিএফ)presscouncil.gov.bd। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৪ 
  6. "প্রজ্ঞাপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ২৩ নভেম্বর ২০২৩" (পিডিএফ)moi.portal.gov.bd। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৪