খসড়া:আব্দুল মমিন জোয়ারদার

স্বাধীন বাংলা ফুটবল দল এর অন্যতম খেলোয়াড় চুয়াডাঙ্গার সন্তান

সম্পাদনা

আব্দুল মোমেন জোয়ার্দ্দার

সম্পাদনা

স্বাধীন বাংলা ফুটবল দলের ১৫ সদস্যের অন্যতম ফুটবলার চুয়াডাঙ্গার কৃতি সন্তান আব্দুল মোমেন জোয়ার্দ্দার। তিনি চুয়াডাঙ্গা জেলাসহ দেশের ফুটবলে অনেক অবদান রেখেছেন।

চুয়াডাঙ্গার সন্তান সাবেক কৃতী ফুটবলার আব্দুল মোমেন জোয়ার্দ্দার ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এপার-ওপার অর্থাৎ দুই বাংলায় ভালো ফুটবল খেলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ফুটবলার আব্দুল মোমেন জোয়ার্দ্দারের সেসময় কলকাতার ক্লাব ফুটবলে বেশ নাম-ডাক ছিলো। জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের ভাই এবং জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের চাচা ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পিতা ফুটবলার আব্দুল মোমেন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলাসহ দেশের ফুটবলে অনেক অবদান রেখেছেন। আর পার করেছেন ফুটবলের স্বর্ণযুগ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বাধীন বাংলা ফুটবল দলের এই কৃতী ফুটবলারকে সম্মাননা ও সংবর্ধনা দিয়েছেন।