ক্লিফ ব্যাস্টিন
ক্লিফোর্ড সিডনি ব্যাস্টিন (ইংরেজি: Clifford Sydney Bastin; মার্চ ১৪, ১৯১২ – ডিসেম্বর ৪, ১৯৯১) একজন ইংরেজ ফুটবল খেলোয়াড়।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ক্লিফোর্ড সিডনি ব্যাস্টিন | ||
মাঠে অবস্থান | উইঙ্গার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৯২৮-২৯ ১৯২৯-৪৭ |
এক্সেটার সিটি আর্সেনাল |
১৭ (৬) ৩৫০ (১৫০) | |
জাতীয় দল | |||
১৯৩১-৩৮ | ইংল্যান্ড | ২১ (১২) | |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ব্যক্তিজীবন
সম্পাদনাব্যাস্টিন ১৯৩৯ সালে হেনডন, উত্তর লন্ডনের জোয়ান এল. শাউলকে বিয়ে করেন।[১] বিয়ের পর ২০ বছর শাউল বিধবা হয়ে বেঁচে ছিলেন, এপ্রিল ২০১২ সালে তিনি ৯৬ বছর মারা যান। তাদের দুই কন্যা ছিল, প্যাট্রিকা ও বারবারা।[২]
তথ্যসূত্র
সম্পাদনাফুটবল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |