ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার
ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার (পুরনো নাম ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার) হলো ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন (বিএফসিএ) কর্তৃক প্রতিবছর আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র জগতের অসাধারণ কাজগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী মনোনয়নকালে সমালোচকেরা লিখিত ভোট জমা দেন এবং ডিসেম্বরে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। জানুয়ারিতে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্বাচিত চলচ্চিত্র ও শিল্পীদের সম্মাননা দেয়া হয়। এছাড়াও বিএফসিএর পরিচালনা পরিষদের বিবেচনায় বিশেষ পুরস্কারও দেয়া হয়ে থাকে।
ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
বিবরণ | সর্বোত্তম চলচ্চিত্র কীর্তি |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৯৬ |
ওয়েবসাইট | www.criticschoice.com |
প্রথমে এই পুরস্কারের নাম ছিল ক্রিটিকস চয়েস পুরস্কার। ২০১০ সালে চলচ্চিত্র শব্দটি যোগ করা হয় ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার থেকে আলাদা করার জন্য। ক্রিটিকস চয়েস পুরস্কার বলতে এখন এই দুই ধরনের পুরস্কারকে একত্রে বোঝানো হয়।[১]
পুরস্কারের বিভাগ
সম্পাদনা- শ্রেষ্ঠ চলচ্চিত্র (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ হাস্যরসাত্মক চলচ্চিত্র (২০০৫ থেকে)
- সেরা প্রামাণ্য কাহিনীচিত্র (১৯৯৫-২০০৫)
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (১৯৯৮ থেকে)
- শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ পরিচালক (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ অভিনেতা (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ অভিনেত্রী (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (১৯৯৫ থেকে)
- শ্রেষ্ঠ তরুণ অভিনয়শিল্পী (১৯৯৬ থেকে)
- শ্রেষ্ঠ অভিনয়শিল্পীদল (২০০১ থেকে)
- শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ সুর (১৯৯৮ থেকে)
- শ্রেষ্ঠ গান (১৯৯৮ থেকে)
- শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ রূপসজ্জা (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ চিত্রগ্রহণ (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা (২০০৯ থেকে)
- শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টস (২০০৯ থেকে)
বাতিলকৃত বিভাগ
সম্পাদনা- শ্রেষ্ঠ পারিবারিক চলচ্চিত্র (১৯৯৭–২০০৭)
- শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র (২০০৯-১৯)
- শ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী/ভীতিপ্রদ চলচ্চিত্র (২০০৯-১৯)
- হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (২০১২ থেকে)
- হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (২০১২ থেকে)
- মারপিটধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (২০১২-২০১৬)
- মারপিটধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (২০১২-২০১৬)
- শ্রেষ্ঠ শব্দগ্রহণ (২০০৯-২০১১)
অনুষ্ঠান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Critics' Choice Awards | Home"। Critics' Choice Awards। The Broadcast Film Critics Association। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- Official BFCA website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০১৫ তারিখে
- 2011 Critics' Choice Movie Awards ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে on VH1