ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার

ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার (পুরনো নাম ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার) হলো ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন (বিএফসিএ) কর্তৃক প্রতিবছর আয়োজিত একটি অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র জগতের অসাধারণ কাজগুলোকে পুরস্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী মনোনয়নকালে সমালোচকেরা লিখিত ভোট জমা দেন এবং ডিসেম্বরে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। জানুয়ারিতে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্বাচিত চলচ্চিত্র ও শিল্পীদের সম্মাননা দেয়া হয়। এছাড়াও বিএফসিএর পরিচালনা পরিষদের বিবেচনায় বিশেষ পুরস্কারও দেয়া হয়ে থাকে।

ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার
Critics' Choice icon.png
বিবরণসর্বোত্তম চলচ্চিত্র কীর্তি
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৯৬
ওয়েবসাইটwww.criticschoice.com

প্রথমে এই পুরস্কারের নাম ছিল ক্রিটিকস চয়েস পুরস্কার। ২০১০ সালে চলচ্চিত্র শব্দটি যোগ করা হয় ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার থেকে আলাদা করার জন্য। ক্রিটিকস চয়েস পুরস্কার বলতে এখন এই দুই ধরনের পুরস্কারকে একত্রে বোঝানো হয়।[১]

পুরস্কারের বিভাগসম্পাদনা

বাতিলকৃত বিভাগসম্পাদনা

অনুষ্ঠানসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Critics' Choice Awards | Home"Critics' Choice Awards। The Broadcast Film Critics Association। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগসম্পাদনা