ক্যালকুলেট লিনাক্স

ক্যালকুলেট লিনাক্স(ইংরেজি: Calculate Linux) করপোরেট পরিবেশে নিয়োজনের জন্যে ডিজাইনকৃত একটি জেন্টু-ভিত্তিক অপটিমাইজড লিনাক্স ডিস্ট্রিবিউশন[৩][৪][৫][৬][৭][৮][৯]

ক্যালকুলেট লিনাক্স
চিত্র:Cldg desktop en.png
ক্যালকুলেট লিনাক্স ডেস্কটপ ১১.০ গ্নোম- ওয়ার্কস্পেস
ডেভলপারক্যালকুলেট লিনাক্স টিম
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
প্রাথমিক মুক্তি৬ জুন ২০০৭; ১৬ বছর আগে (2007-06-06)[১]
সর্বশেষ মুক্তি১৭.১২.২ / ২১ ফেব্রুয়ারি ২০১৮; ৬ বছর আগে (2018-02-21)[২]
ভাষাসমূহইংরেজি, স্প্যানিশ, জার্মান, পর্তুগিজ, ইতালিয়, রোমান, রাশিয়ান, ইউক্রেনীয়, পোলিশ এবঅং ফ্রেঞ্চ
প্যাকেজ ম্যানেজারপোর্টেজ প্যাকেজ ম্যানেজার
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডজেন্টু লিনাক্স
লাইসেন্সবিভিন্ন, প্রধানত গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স
ওয়েবসাইটwww.calculate-linux.ru/en

ক্যালকুলেট লিনাক্স পাঁচটি ভিন্ন সংস্করণে পাওয়া যায়: ক্যালকুলেট লিনাক্স ডেস্কটপ (সিএলডি), ক্যালকুলেট ডিরেক্টরি সার্ভার (সিডিএস), ক্যালকুলেট লিনাক্স স্ক্র‍্যাচ (সিএলএস), ক্যালকুলেট স্ক্র‍্যাচ সার্ভার (সিএসএস) এবং ক্যালকুলে লিনাক্স কনটেইনার (সিএলসি)।

সবগুলো সংস্করণের জন্যেই বুটেবল লাইভ সিডি রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা