ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন
ভারতে ক্রান্তীয় রোগজীবাণু সংক্রান্ত গবেষণার জন্য নির্মিত চিকিৎসা প্রতিষ্ঠান
(ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে পুনর্নির্দেশিত)
ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিন (সিএসটিএম) হল ভারতে ক্রান্তীয় রোগজীবাণু সংক্রান্ত গবেষণার জন্য নির্মিত একটি চিকিৎসাপ্রতিষ্ঠান[১]। ইন্ডিয়ান মেডিকাল সার্ভিসে কর্মরত ক্যালকাটা মেডিকেল কলেজের রোগনিরূপণবিদ্যার অধ্যাপক লিওনার্দ রজার্স (১৮৬৮-১৯৬২খ্রিঃ) এটি প্রতিষ্ঠা করেন ১৯১৪ খ্রিষ্টাব্দে[২]। ২০০৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছিল। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর আওতায় আছে।
স্থাপিত | ১৯১৪ |
---|---|
পরিচালক | নন্দিতা বসু (ঘড়াই) |
অবস্থান | , , |
ওয়েবসাইট | www |
উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং রোনাল্ড রসের মত খ্যাতনামা গবেষকেরা এই প্রতিষ্ঠানে কাজ করেছেন[৩]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ডেভিড আর্নল্ড (২০০০)। Science, Technology and Medicine in Colonial India। Cambridge University Press। পৃষ্ঠা ১৯৮। আইএসবিএন 9780521563192।
- ↑ উমা দাসগুপ্ত (২০১১)। Science and Modern India: An Institutional History, C. 1784-1947। Pearson Education India। পৃষ্ঠা ৫৯১। আইএসবিএন 9788131728185।
- ↑ "History of CSTM"। stmkolkata.org। ২১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০শে এপ্রিল ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)